By: ITV Bangla Team
• LAST UPDATED : February 28, 2025, 11:40 am ISTBangladesh Youth unveil new political force, National Citizens Party
বাংলাদেশের রাজনীতিতে আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজ শুক্রবার বাংলাদেশে আত্মপ্রকাশ করতে চলেছে নতুন রাজনৈতিক দল (Bangladesh-NCP)। আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এই রাজনৈতিক দলটি সামনে আসবে। এই নতুন দলের নাম ‘ন্যাশনাল সিটিজেনস পার্টি’ (এনসিপি)।
জানা গিয়েছে, আজ বাংলাদেশের স্থানীয় সময় বিকেল ৩টেয় নতুন দলের (Bangladesh-NCP) আত্মপ্রকাশ হবে। ‘জাতীয় নাগরিক কমিটি’ এবং ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’র যৌথ উদ্যোগে ‘ন্যাশনাল সিটিজেনস পার্টি’ বা ‘জাতীয় নাগরিক পার্টি’ গঠনের আনুষ্ঠানিক ঘোষণা হবে। উভয় ক্ষেত্র থেকেই সমসংখ্যক নেতাদের গুরুত্বপূর্ণ পদে রাখা হবে।
আরও পড়ুন: Sheikh Hasina: ‘অপেক্ষা করুন, আমি দেশে ফিরব, বিচারও করব’, বার্তা হাসিনার
‘ন্যাশনাল সিটিজেনস পার্টি’র সদর দফতর করা হয়েছে ঢাকায়। ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর অন্যতম সমন্বয়ক তথা অন্তর্বর্তী সরকারের প্রাক্তন উপদেষ্টা নাহিদ ইসলাম নতুন দলের আহ্বায়ক হতে চলেছেন। এছাড়া, দলে সদস্য সচিবের পদের দায়িত্বে থাকবেন আখতার হোসেন।
তবে বাংলাদেশের এই নতুন দলের (Bangladesh-NCP) মতাদর্শ নিয়ে একাংশের মনে সংশয় রয়েছে। বর্তমান আবহে বাংলাদেশের এই নতুন রাজনৈতিক দলের যদি নির্দিষ্ট আদর্শ না থাকে, তাহলে তা ভবিষ্যতে সমস্যার মুখে পড়তে পারে।
Get Current Updates on, India News, India News sports, India News Health along with India News Entertainment, and Headlines from India and around the world.