By: ITV Bangla Team
• LAST UPDATED : February 28, 2025, 12:35 pm ISTBengal man arrested for filming, sharing bathing videos of women at Maha Kumbh
মহাকুম্ভে (Maha Kumbh) মহিলাদের স্নান এবং পোশাক বদলের ভিডিও গোপনে তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করার অভিযোগে এক ব্যক্তিকে বাংলা থেকে গ্রেফতার করল পুলিশ।
জানা গিয়েছে, এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের বক্তব্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত স্বীকার করেছে যে সে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ভিডিও আপলোড করে অর্থ উপার্জন এবং ফলোয়ার্স বাড়াতে চেয়েছিল।
আরও পড়ুন: Mahashivratri: শিবরাত্রিতে মহাকুম্ভের শেষ দিনে ‘শাহি স্নানে’ ভক্তদের ভিড়
অভিযুক্তের নাম অমিত কুমার ঝা। সে হুগলির বাসিন্দা। তার বিরুদ্ধে সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি মহাকুম্ভে (Maha Kumbh) মহিলাদের পুণ্যস্নানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় চড়া দামে বিক্রি করার অভিযোগ উঠেছিল। উত্তরপ্রদেশের পুলিশ তদন্তে নেমে এই ধরনের অভিযোগের কথা জানতে পারে। তদন্তও শুরু হয়। আর এরই মধ্যে বাংলার থেকে গ্রেফতার হল এক অভিযুক্ত!
Get Current Updates on, India News, India News sports, India News Health along with India News Entertainment, and Headlines from India and around the world.