By: ITV Bangla Team
• LAST UPDATED : March 1, 2025, 4:30 pm ISTIIT Baba alleges assault by some men during TV news debate in Noida
‘আইআইটি বাবা’, এই শব্দদু’টোর সঙ্গে কে না পরিচিত! মহাকুম্ভে রাতারাতি ভাইরাল হয়ে ওঠা ‘আইআইটি বাবা’ (IIT Baba) ওরফে অভয় সিং ফের একবার খবরের শিরোনামে। তিনি কিছু দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ জানিয়েছেন।
অভয় সিং-এর (IIT Baba) অভিযোগ, নয়ডাতে শুক্রবার একটি বেসরকারি সংবাদ চ্যানেলের তর্ক-বিতর্কের অনুষ্ঠান চলাকালীন, সেই অফিসে কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঢুকে পড়ে এবং তাদের হাতে তিনি আক্রান্ত হন।
পুলিশের কাছে অভিযোগ জানিয়ে অভয় বলেন, গেরুয়া বসন পরিহিত কয়েকজন নিউজরুমে ঢুকে পড়েছিল। তারা অভব্য আচরণ করতে শুরু করে এবং লাঠি নিয়ে তাঁর ওপর হামলা করে।
আরও পড়ুন: Maha Kumbh: কুম্ভে মহিলাদের স্নানের ভিডিও করে শেয়ার করার অভিযোগ, বাংলা থেকে গ্রেফতার ১
ঘটনার প্রতিবাদে ‘আইআইটি বাবা’ (IIT Baba) নয়ডা ১২৬ সেক্টরে পুলিশ আউটপোস্টের বাইরে ধরনায় বসেন। পরে অবশ্য পুলিশ তাঁকে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে তিনি ধরনা থেকে উঠে যান।
ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বলে জানা গিয়েছে (সত্যাসত্য বিচার করা হয়নি)। ঠিক কী কারণে এমন একটি ঘটনা ঘটল? কার হাত রয়েছে এই হামলার পিছনে, সেসব এখনও স্পষ্ট নয়।
Get Current Updates on, India News, India News sports, India News Health along with India News Entertainment, and Headlines from India and around the world.