By: ITV Bangla Team
• LAST UPDATED : March 21, 2025, 7:07 pm ISTIMD predicts rainfall, thunderstorms in parts of West Bengal, orange alert issued
ফের বঙ্গে ঝড়-বৃষ্টির (West Bengal Weather) সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গ জুড়ে এই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয় বেশ কয়েকটি জেলায়৷ জানা গিয়েছে, ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর পাশাপাশি শিলাবৃষ্টিও হতে পারে৷
বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের (West Bengal Weather) একাধিক জেলায় ঝড়বৃষ্টি শুরু হয়। কলকাতাতেও হালকা বৃষ্টি হয়৷ শুক্রবার বিকেলে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই বাংলার বহু জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। শনিবার মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে ঝড়-বৃষ্টি হতে পারে।
শুক্রবার উত্তরবঙ্গের কিছু জায়গায় ঝোড়ো হাওয়া-সহ বৃষ্টির (West Bengal Weather) সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। শনিবার মালদহ, দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ঝড়- শিলাবৃষ্টি-মাঝারি বৃষ্টিপাত হতে পারে। জারি করা হয়েছে কমলা সতর্কতা৷
আরও পড়ুন: Mamata Banerjee: হিথরো অগ্নিকাণ্ডে পিছিয়ে গেল মুখ্যমন্ত্রীর লন্ডন যাত্রা? কবে যাবেন তিনি?
এই ঝড়-বৃষ্টির ফলে তাপমাত্রা বেশ কিছুটা নিচে নামতে পারে বলে আশা করা হচ্ছে। যার ফলে প্যাচপ্যাচে গরম থেকে কিছুটা হলেও স্বস্তি মিলতে পারে৷
Get Current Updates on, India News, India News sports, India News Health along with India News Entertainment, and Headlines from India and around the world.