By: ITV Bangla Team
• LAST UPDATED : March 5, 2025, 4:22 pm ISTKannada actress Ranya Rao found carrying 14.8 kg gold at Bengaluru airport; arrested
বিনোদন জগতের চর্চার কেন্দ্রে এখন একটাই নাম, রানিয়া রাও (Ranya Rao)। প্রখ্যাত কন্নড় অভিনেত্রী ধরা পড়েছেন সোনা পাচারের অভিযোগে। আর সেই নিয়েই হুলুস্থূলকাণ্ড। বেঙ্গালুরু বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে।
জানা গিয়েছে, গত ১৫ দিনের মধ্যে অভিনেত্রী (Ranya Rao) বেশ কয়েকবার দুবাই ভ্রমণ করায় তাঁর ওপর নজর রাখা শুরু হয়ে গিয়েছিল। সোনা পাচারের খবর পেয়ে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে অভিনেত্রীকে। তাঁর কাছ থেকে ১৪.৮ কেজি সোনা উদ্ধার হয়।
সূত্রের খবর, তল্লাশির সময় অভিনেত্রীর কোমরের বেল্ট ও জ্যাকেটের গোপন পকেট থেকে ১৪ কেজির সোনার বার এবং ৮০০ গ্রামের সোনার গয়না বাজেয়াপ্ত হয়েছে, যার বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা। তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
প্রসঙ্গত, কর্ণাটকের DGP স্তরের আইপিএস অফিসারের মেয়ে এই রানিয়া রাও (Ranya Rao)। সেই সুযোগেই নাকি এই কাণ্ড করার সাহস পাচ্ছিলেন বলে অভিযোগ। তবে এই সোনাপাচারের ক্ষেত্রে রানিয়া ছাড়া আর কারও নাম জড়িয়ে রয়েছে কিনা, সেই বিষয়ে খোঁজ চলছে।
আরও পড়ুন: SRK: ‘কিং’-এর পরে ‘পাঠান ২’-এর শ্যুটিং শুরু করতে পারেন শাহরুখ
উল্লেখ্য, ‘মাণিক্য’ ছবিতে কন্নড় সুপারস্টার সুদীপের বিপরীতে অভিনয় করেছিলেন রানিয়া। এছাড়া আরও বেশ কিছু দক্ষিণী ছবিতে দেখা গিয়েছে তাঁকে।
Get Current Updates on, India News, India News sports, India News Health along with India News Entertainment, and Headlines from India and around the world.