By: ITV Bangla Team
• LAST UPDATED : March 7, 2025, 4:26 pm ISTKiara Advani exits Don 3 after announcing pregnancy
কিয়ারা-সিদ্ধার্থের জীবনে আসতে চলেছে নতুন সদস্য। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তা ঘোষণা করেছেন কিয়ারা। আর তাই কাজকর্মকে সাময়িক বিদায় জানিয়ে এই সময়টাকে উপভোগ করতে চাইছেন অভিনেত্রী।
জানা গিয়েছে, ‘Don 3’-এ অন্যতম প্রধান ভূমিকায় কিয়ারার অভিনয়ের কথা থাকলেও প্রেগন্যান্সির কারণে সেই কাজ ছেড়ে দিয়েছেন তিনি। আপাতত তিনি, ‘Toxic’ এবং ‘War 2’ ছবির কাজ নিয়ে ব্যস্ত। শীঘ্রই এই দু’টি ছবির কাজ শেষ হয়ে যাবে।
আরও পড়ুন: Govinda: নতুন করে প্রেমে পড়েছেন গোবিন্দা? হচ্ছে ডিভোর্স? গুজব নিয়ে কী বললেন ক্রুষ্ণা?
প্রসঙ্গত, ২০২৩-এর ৭ ফেব্রুয়ারি জয়সলমীরে বিয়ে করেছিলেন কিয়ারা-সিদ্ধার্থ। ২০২৫-এর ফেব্রুয়ারিতে নতুন সদস্য আসার খবর শেয়ার করেন তাঁরা।
এদিকে, সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে ‘Don 3’-এর পরিচালক ফারহান আখতার নাকি জানিয়েছিলেন, চলতি বছরেই ছবির শ্যুটিং শুরু হবে। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রণভীর সিং এবং বিক্রান্তকে।
শোনা যাচ্ছে, কিয়ারার জায়গায় উঠে আসছে দুই নায়িকার নাম -কৃতি শ্যানন এবং শর্বরী ওয়াঘ। শেষ পর্যন্ত কাকে দেখা যাবে ‘Don 3’-তে, জানতে সময়ের অপেক্ষা।
Get Current Updates on, India News, India News sports, India News Health along with India News Entertainment, and Headlines from India and around the world.