Kolkata locals intercept 2 women trying to dispose of suitcase, find body inside
মধ্যমগ্রামে খুন! আর ব্যাগবন্দি দেহ লোপাটের জন্য নিয়ে আসা হল কুমারটুলিতে (Kumartuli Case)! এই ঘটনায় এখন তোলপাড় বাংলা। অভিযুক্ত দুই মহিলা ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষকে (সম্পর্কে মা-মেয়ে) আটক করেছে পুলিশ।
বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে এই খবর উঠে আসছে যে, মঙ্গলবার সকালে ফাল্গুনী এবং আরতি কুমারটুলি ঘাটের (Kumartuli Case) কাছে গঙ্গায় একটি ট্রলিব্যাগ ফেলার চেষ্টায় ছিলেন। তাঁদের আচরণ সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদ করে স্থানীয় বাসিন্দারা।
প্রথমে অসংলগ্ন কথা বলতে থাকলেও, শেষ পর্যন্ত তাঁরা জানান, ভিতরে রয়েছে আত্মীয়ের দেহ। ট্রলিব্যাগ খুলে দেখা যায়, ভিতরে একটি মুণ্ডহীন দেহ রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে।
এদিকে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, মৃতার দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় রক্ত জমাট বাঁধার চিহ্নও রয়েছে। এছাড়া দু’টো পায়ের নিচের অংশ এবং গোড়ালিগুলিও কাটা হয়েছে।
আরও পড়ুন: Mamata Banerjee: বড় ঘোষণা মমতার! একলাফে অনেকটাই বেতন বাড়তে চলেছে ডাক্তারদের
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে, নিহত মহিলা ধৃত ফাল্গুনী ঘোষের পিসিশাশুড়ি। মধ্যমগ্রামের বাড়িতে তিন জনের মধ্যে বচসা বাধে, যার পরিণতিতে প্রাণ যায় ওই মহিলার। তবে গোটা ঘটনা (Kumartuli Case) নিয়ে ধোঁয়াশা রয়েছে। চলছে তদন্ত।
Get Current Updates on, India News, India News sports, India News Health along with India News Entertainment, and Headlines from India and around the world.