Krushna Abhishek breaks silence on divorce rumours surrounding Govinda and Sunita Ahuja
৩৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে চলেছেন গোবিন্দা (Govinda) ও তাঁর স্ত্রী সুনীতা আহুজা? বিনোদন জগতে এখন এই খবরই চর্চার কেন্দ্রে। ইতিমধ্যেই হু হু করে খবরটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। গোবিন্দা এবং সুনীতা অবশ্য এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। তবে দুশ্চিন্তায় তারকার অগণিত অনুরাগী!
গুঞ্জন, এই বয়সে নাকি পরকীয়া জড়িয়েছেন অভিনেতা (Govinda)! প্রায় অর্ধেক বয়সি মরাঠি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের কারণেই নাকি এখন বিবাহিত জীবনে ভাঙন ধরতে চলেছে!
প্রসঙ্গত, সম্প্রতি গোবিন্দার (Govinda) স্ত্রী সুনীতা এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, তিনি তাঁর স্বামীর সঙ্গে এক ছাদের নিচে থাকেন না। দুই সন্তানকে নিয়ে তিনি থাকেন ফ্ল্যাটে। আর এই ফ্ল্যাটের উল্টো দিকে একটি বাংলোয় একা থাকেন অভিনেতা। গোবিন্দার সঙ্গে অন্য কারোর সম্পর্ক থাকতে পারে বলে তিনি নাকি ইঙ্গিতও দিয়েছিলেন। বর্তমানের ডিভোর্স গুঞ্জনের পালে সেই সাক্ষাৎকার যেন আরও হাওয়া দিয়েছে!
আরও পড়ুন: Ranveer Allahbadia: মা-বাবা সম্পর্কে কুরুচিকর মন্তব্যে বিতর্কের ঝড়, ক্ষমা চাইলেন ইউটিউবার!
তবে গোবিন্দা (Govinda) এবং সুনীতার ডিভোর্সের গুজব নিমেষে ছড়িয়ে পড়তেই কার্যত পরিস্থিতি মোকাবিলায় ময়দানে নামেন গোবিন্দার আত্মীয় ক্রুষ্ণা অভিষেক। তিনি এই গুঞ্জনে জল ঢেলে এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘এটা সম্ভব নয়। তাঁরা বিবাহ-বিচ্ছেদ করছেন না।’ তবে সত্যিটা কী তা তো গোবিন্দা-সুনীতাই বলতে পারবেন!
Get Current Updates on, India News, India News sports, India News Health along with India News Entertainment, and Headlines from India and around the world.