By: ITV Bangla Team
• LAST UPDATED : March 1, 2025, 4:59 pm ISTKunal Ghosh holds protest march with teaching job aspirants
চাকরিপ্রার্থীদের দীর্ঘ আন্দোলনের সাক্ষী বাংলা। সেই আন্দোলনের আজও ইতি হয়নি। নিয়োগ-জট আজও অব্যাহত। আর তাতেই আটকে রয়েছে বহু চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ। এবার ফের একবার চাকরির দাবিতে রাজপথে চাকরিপ্রার্থীরা। মিছিল করলেন ২০১৬ সালের শারীরশিক্ষা-কর্মশিক্ষার চাকরিপ্রার্থীরা।
আন্দোলনকারীদের মিছিলে যোগ দিলেন তৃণমূলের কুণাল ঘোষও (Kunal Ghosh)। ধর্মতলায় ধরনায় বসলেন তাঁরা। কেন চাকরিতে নিয়োগে এই বিলম্ব? শীঘ্র নিয়োগের দাবিতে শুক্রবার সরব হলেন তাঁরা।
এদিন এই জমায়েত থেকে বিচার প্রক্রিয়া নিয়ে তোপ দাগেন কুণাল ঘোষ ৷ তিনি (Kunal Ghosh) বলেন, “এঁরা ওয়ার্ক এডুকেশন ও ফিজিক্যাল এডুকেশনের চাকরিপ্রার্থী ৷ রাজ্য সরকার নিয়োগ দিয়ে দিয়েছে ৷ কিন্তু বিকাশ ভট্টাচার্য অন্যায় মামলা করে এঁদের নিয়োগ আটকে রেখে দিয়েছেন ৷” তাঁর অভিযোগ, বিচারের নামে দীর্ঘসূত্রিতা করা হচ্ছে !
প্রসঙ্গত, এই সমস্ত আন্দোলনকারীরা হলেন ২০১৬ সালের এসএলএসটি চাকরিপ্রার্থী। শুক্রবার কলকাতা হাইকোর্টে তাঁদের শুনানিতে তাঁরা আশার আলো দেখতে পাবেন ভেবেছিলেন! কিন্তু শুনানি ফের পিছিয়ে যায় ২০ মার্চে। এরপরেই ধৈর্য্যের বাঁধ ভাঙে তাঁদের।
আরও পড়ুন: Kumartuli Case: কলকাতার বুকে হাড়হিম করা ঘটনা!, ট্রলিব্যাগে মুণ্ডহীন দেহ!, ধৃত ২
শুক্রবার চাকরিপ্রার্থীদের মিছিলে পুলিশ বাধা দিতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন চাকরিপ্রার্থীরা।
Get Current Updates on, India News, India News sports, India News Health along with India News Entertainment, and Headlines from India and around the world.