Mamata Banerjee announces salary hike for doctors
চিকিৎসকদের সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), আর সেই বৈঠক থেকেই বড় ঘোষণা করলেন তিনি। সোমবার ধনধান্য স্টেডিয়ামে চিকিৎসকদের সঙ্গে বৈঠকে তিনি ইন্টার্ন, হাউস স্টাফ থেকে শুরু করে পিজিটি ও পিজিডিটি ট্রেনিদের ১০ হাজার টাকা বাড়িয়ে দেওয়ার ঘোষণা করেন। সেই সঙ্গে রেসিডেন্ট চিকিৎসকদেরও ১৫ হাজার টাকা বেতন বাড়বে বলে জানান। এতদিন তাঁরা পেতেন মাসে ৮৫ হাজার টাকা, এবার তা বেড়ে দাঁড়াবে ১ লক্ষ টাকা।
তবে এই ঘোষণার পাশাপাশি মুখ্যমন্ত্রী Mamata Banerjee) চিকিৎসকদেরকে তাঁদের কর্তব্যের কথা মনে করিয়ে দেন। তিনি বলেন, “কমপক্ষে ৮ ঘণ্টা সরকারি পরিষেবা দিন। সেই সময়ে অন্য কোথাও চলেও যাবেন না। … সরকারি পরিষেবা দেওয়ার সময় মনোযোগী হোন।”
উল্লেখ্য, আগে সরকারি হাসপাতালের ২০ কিলোমিটারের মধ্যে প্রাইভেট প্র্যাকটিস করা যেত। এবার সেই পরিধি বাড়িয়ে ৩০ কিলোমিটার করার কথা ঘোষণা করেন মমতা।
আরও পড়ুন: Mamata Banerjee: মমতার ‘মৃত্যুকুম্ভ’ শব্দবন্ধকে সামনে রেখে ময়দানে পদ্মশিবির
এছাড়া এদিন মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনায় জুনিয়র ডাক্তারদের উপর থেকে সাসপেনশন প্রত্যাহার করার কথাও বলেন তিনি (Mamata Banerjee)। এই সমস্ত ঘোষণাকে কেন্দ্র করে চিকিৎসক মহলে কার্যত খুশির হাওয়া। তবে বিশেষজ্ঞ মহলের মতে, ছাব্বিশের নির্বাচনের আগে চিকিৎসক মহলে হাসি ফোটাতে এই সিদ্ধান্ত মমতার।
অন্যদিকে আবার একাংশের মতে, আরজি করের ঘটনার পর চিকিৎসকদের সঙ্গে সরকারের যে একটা দূরত্ব তৈরি হয়েছিল, তা স্বাভাবিক করতেই এমন পদক্ষেপ মুখ্যমন্ত্রীর।
Get Current Updates on, India News, India News sports, India News Health along with India News Entertainment, and Headlines from India and around the world.