By: ITV Bangla Team
• LAST UPDATED : March 20, 2025, 6:42 pm ISTMamata sets up team to manage state affairs ahead of London visit
আগামী ২২ মার্চ লন্ডন সফর শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ তিনি (Mamata Banerjee) ফিরবেন ২৯ মার্চ। তাঁর সঙ্গে সফরে থাকবেন মুখ্যসচিব মনোজ পন্থ। টানা এই আট দিন রাজ্যের প্রশাসনিক কাজকর্ম দেখভালের দায়িত্ব কাদের হাতে থাকবে, বৃহস্পতিবারই তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী৷ প্রশাসন এবং মন্ত্রীদের জন্য পৃথক পৃথক টাস্ক ফোর্স গঠন করলেন তিনি৷
এদিন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) স্পষ্ট করে জানান যে, তিনি বিদেশে থাকাকালীন রাজ্যে কোনও ঘটনা ঘটলে বা কোনও নীতিগত সিদ্ধান্ত নেওয়ার হলে এই টাস্ক ফোর্স তা কো-অর্ডিনেট করবে। তাঁরা ২২ মার্চ বিদেশে যাচ্ছেন। ২৪ তারিখ সেখানে ভারতীয় হাইকমিশনে অনুষ্ঠান রয়েছে, ২৫ মার্চ বাণিজ্য সম্মেলন, ২৬ মার্চ শিল্প নিয়ে সরকারি স্তরে বৈঠক রয়েছে, ২৭ মার্চ অক্সফোর্ডে ভাষণ এবং ২৮ তারিখ লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি৷
আরও পড়ুন: Sunita Williams-কে ভারতরত্ন দেওয়ার দাবি জানালেন CM Mamata Banerjee
জানা গিয়েছে, এই টাস্ক ফোর্সে থাকছেন বিবেক কুমার, প্রভাত মিশ্র, নন্দিনী চক্রবর্তী, রাজীব কুমার, মনোজ ভার্মা প্রমুখরা। মন্ত্রীদের নিয়ে গঠিত পৃথক একটি টাস্ক ফোর্সও তৈরি করা হয়েছে৷ সেখানে মন্ত্রীদের মধ্যে থাকছেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, অরূপ বিশ্বাস এবং সুজিত বসু । এদিকে দলের দায়িত্ব থাকবে সুব্রত বক্সী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে৷
তবে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এও জানিয়ে দিয়েছেন যে, তিনি বিদেশ সফরে গেলেও ফোনে তাঁকে সবসময় পাওয়া যাবে। কোনও পরামর্শের প্রয়োজন হলে লন্ডনে বসেই জানাবেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইদ ও বাসন্তী পুজোর জন্য দ্রুত তাঁকে দেশে ফিরে আসতে হবে।
Get Current Updates on, India News, India News sports, India News Health along with India News Entertainment, and Headlines from India and around the world.