Many AAP MLAs, including Atishi and Gopal Rai, suspended from Delhi Assembly amid uproar
দিল্লি বিধানসভায় (Delhi Assembly) তুমুল শোরগোল। বিরোধী দলনেত্রী আতিশী-সহ সাসপেন্ড হল ১৫ আপ বিধায়ক। একদিকে আম্বেদকর-ভগৎ সিং-এর ছবি সরানো ইস্যু, অন্যদিকে ক্যাগ রিপোর্ট, দুইয়ের জেরে উত্তপ্ত হয়ে উঠল দিল্লি বিধানসভা!
সূত্রের খবর, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার বক্তব্য চলাকালীন মুখ্যমন্ত্রীর অফিস থেকে ভগৎ সিং এবং বাবাসাহেব আম্বেদকরের ছবি সরানোর প্রতিবাদে সরব হন আতিশী এবং আপ বিধায়কেরা। সরব হন ক্যাগের রিপোর্ট নিয়েও। শেষমেশ তাঁদের সাসপেন্ড করেন স্পিকার বিজেন্দ্র গুপ্তা।
প্রসঙ্গত, দিল্লিতে আপ সরকারের আমলে একটি ঘটনায় বিজেপির বিজেন্দ্র গুপ্তাকে বিধানসভা (Delhi Assembly) কক্ষ থেকে বহিষ্কার করা হয়েছিল। এরপর কেটে গিয়েছে অনেকটা সময়। আজ মঙ্গলবার, দিল্লি বিধানসভায় ক্যাগ রিপোর্ট রিপোর্ট পেশকে ঘিরে বিক্ষোভ বাড়তে থাকায় আতিশী সহ বেশ কয়েকজন আপ বিধায়ককে সাসপেন্ড করেন বর্তমান দিল্লি বিধানসভার স্পিকার সেই বিজেন্দ্র গুপ্তা।
আরও পড়ুন: Delhi Election Results: ‘আপদ-মুক্ত দিল্লি’, কেজরিওয়ালের হারে কটাক্ষ মোদীর!
আবগারি দুর্নীতি নিয়ে দিল্লি বিধানসভায় (Delhi Assembly) সিএজি (CAG) রিপোর্ট পেশ হয় মঙ্গলবার। আপের শাসনকালের ১৪টি বিষয়ের ক্যাগ রিপোর্ট বিধানসভায় জমা করেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত।
Get Current Updates on, India News, India News sports, India News Health along with India News Entertainment, and Headlines from India and around the world.