By: ITV Bangla Team
• LAST UPDATED : March 2, 2025, 4:09 pm ISTStudents Gherao Bengal Education Minister, Damage Car Over Election Demand in Jadavpur University
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ধুন্ধুমার পরিস্থিতি। শুক্রবার বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপরও হামলার অভিযোগ উঠেছে একইসঙ্গে। আহত হয়েছেন কিছু পড়ুয়াও৷ শুক্রবারের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে৷
বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রের খবর, এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) গিয়ে আন্দোলনরত পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি ওয়েবকুপার একটি বৈঠক সেরে বিশ্ববিদ্যালয় থেকে বেরোচ্ছিলেন, ঠিক সেই সময়ই সমস্যার সূত্রপাত৷ পড়ুয়াদের বিক্ষোভ শুরু হয়৷
শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া হয়। তিনি পড়ুয়াদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও বিক্ষোভ থামেনি বলে জানা যায়। ওঠে ‘গো ব্যাক স্লোগান’। এছাড়া শিক্ষামন্ত্রীর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়৷ ব্রাত্য বসু আহতও হন৷ চিকিৎসার জন্য তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়৷
আরও পড়ুন: Kunal Ghosh: এসএলএসটি চাকরিপ্রার্থীদের বিক্ষোভে সামিল কুণাল ঘোষ, বসলেন ধর্নায়
এদিকে পাল্টা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধেও অভিযোগ ওঠে৷ এক ছাত্রের উপর দিয়ে তাঁর গাড়ি চলে যায় বলে পাল্টা অভিযোগ পড়ুয়াদের৷
শুক্রবারের ঘটনায় ধৃত তরুণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) প্রাক্তনী বলে জানা গিয়েছে। শিক্ষাবন্ধু সমিতির অফিসে আগুন লাগানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই যুবককে। গোটা ঘটনায় বিশ্ববিদ্য়ালয়ে এখনও পরিস্থিতি বেশ উত্তপ্ত৷
Get Current Updates on, India News, India News sports, India News Health along with India News Entertainment, and Headlines from India and around the world.