By: ITV Bangla Team
• LAST UPDATED : March 5, 2025, 5:00 pm ISTTrump vows reciprocal tariffs against India, China from April 2
দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট পদে বসার পর বুধবারই প্রথম মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তৃতা দেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আর এদিনই ভারতের উপর পাল্টা আমদানি শুল্ক আদায়ের কথা ঘোষণা করলেন তিনি। আগামী ২ এপ্রিল থেকে এই শুল্কনীতি প্রয়োগ হবে বলে জানিয়েছেন তিনি। ট্রাম্পের স্পষ্ট বার্তা, ‘অন্যান্য দেশ আমাদের উপর যে শুল্ক আরোপ করবে, সেই দেশের উপর সেই পরিমাণ শুল্কই আরোপ করা হবে।’
এদিনের ভাষণে শুল্ক আরোপের পাশাপাশি, ইউক্রেনের সঙ্গে খনিজ সম্পদের চুক্তি থেকে শুরু করে আরও বেশ কিছু বিষয়ে বক্তব্য পেশ করেন তিনি। আগামী ২ এপ্রিল থেকে ভারতের পাশাপাশি কানাডা, মেক্সিকো এবং চিনের উপর ‘রেসিপ্রোকাল ট্যারিফ’ লাগু হবে।
ট্রাম্প (Donald Trump) ঘোষণা করেন, ‘আমি চেয়েছিলাম ১ এপ্রিল থেকে এই শুল্কনীতি কার্যকর করতে। কিন্তু অনেকে ভাবতে পারেন, আমি এপ্রিল ফুল করছি, তাই ২ এপ্রিল থেকে পারস্পরিক শুল্ক চালু করব।’
আরও পড়ুন: H-1B Visa: ‘কর্মদক্ষরা আমেরিকায় আসুন!’, এইচ-১ বি ভিসা নিয়ে বড় বার্তা ট্রাম্পের
ট্রাম্প (Donald Trump) ভারত প্রসঙ্গে বলেন, ‘ভারত আমাদের উপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করে। এই ব্যবস্থা আমেরিকার প্রতি কখনও সঠিক ছিল না।’ তাই এবার পাল্টা ভারতের ওপরও এই নীতি আরোপ করছেন ট্রাম্প।
Get Current Updates on, India News, India News sports, India News Health along with India News Entertainment, and Headlines from India and around the world.