By: ITV Bangla Team
• LAST UPDATED : February 23, 2025, 11:21 pm ISTVirat Kohli scores 51st century, IND beats PAK by six wickets
২০১৭ সালে পাকিস্তানের কাছে ফাইনালে হারতে হয়েছিল, ৮ বছর বাদে তার উত্তর দিল বিরাট-রোহিতরা৷ চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ এ-তে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে (Ind vs Pak) সেমিফাইনালে পৌঁছে গেল ভারত।
পাকিস্তানই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ। তবে গ্রুপ পর্ব থেকেই তার ছিটকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়ে গেল! কারণ পাকিস্তান দুই ম্যাচেই পরাজিত। এদিকে, এক ম্যাচ বাকি থাকতেই সেমিফাইনালে (Ind vs Pak) পৌঁছে গেল ভারত।
রবিবারের মহারণে দুবাইয়ের পিচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান৷ তারা ভারতকে ২৪২-এর লক্ষ্যমাত্রা দেয়৷ সেই রান তাড়া করতে নেমে ৪৫ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ (Ind vs Pak) জিতে নিল ভারত। এই ম্যাচে বিরাট কোহলি নিজের কেরিয়ারের ৫১ তম সেঞ্চুরিটি করে ফেললেন। সেই সঙ্গে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ১৪,০০০ রানও ছুঁয়ে ফেলেন তিনি। এদিন শ্রেয়স করেন ৫৬ রান।
আরও পড়ুন: IND vs BAN: হেসে-খেলে বাংলাদেশকে ৬ উইকেটে হারাল ভারত
ভারতের এই জয়ে (Ind vs Pak) উচ্ছ্বসিত মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, “আজ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ পাকিস্তানের বিপক্ষে আমাদের ছেলেদের এই জয়ে আমরা আনন্দিত। মর্যাদাপূর্ণ ম্যাচে ভারতকে বিশাল জয়ের জন্য অভিনন্দন!”
Feeling happy at the emphatic win of our boys today over Pakistan in ICC Champions Trophy 2025. Congratulations to the India Team for the sweeping victory in the prestige match!
— Mamata Banerjee (@MamataOfficial) February 23, 2025
Get Current Updates on, India News, India News sports, India News Health along with India News Entertainment, and Headlines from India and around the world.