By: ITV Bangla Team
• LAST UPDATED : February 27, 2025, 1:07 pm ISTWest Bengal weather report
উত্তরবঙ্গের চার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস (Weather Report) রয়েছে, ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কতাও। অন্যদিকে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, আবহাওয়াও শুষ্ক থাকবে এবং সেই সঙ্গে পারদ চড়তে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর (Weather Report) সূত্রে খবর, উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙে বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি, এই চার জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। শনিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে।
এদিকে দক্ষিণবঙ্গে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় বৃহস্পতিবার মূলত আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, আগামী ৫ মার্চ পর্যন্ত দক্ষিণবঙ্গে আর কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। কলকাতাতে শুক্রবার থেকে তাপমাত্রা বাড়তে পারে।
আরও পড়ুন: Kumartuli Case: কলকাতার বুকে হাড়হিম করা ঘটনা!, ট্রলিব্যাগে মুণ্ডহীন দেহ!, ধৃত ২
অন্যদিকে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা (Weather Report) রয়েছে জম্মু-কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ড ও হিমাচলপ্রদেশে। এছাড়া তামিলনাড়ু, পণ্ডিচেরি-সহ আরও কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়েও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
Get Current Updates on, India News, India News sports, India News Health along with India News Entertainment, and Headlines from India and around the world.