Court’s dos and don’ts for Ranveer Allahbadia, No shows, can’t leave country
একদিকে যেমন স্বস্তি পেলেন রণবীর (Ranveer Allahbadia), অন্যদিকে তেমনই ভর্ৎসনার মুখে পড়তে হল তাঁকে। সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেলেন ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। আপাতত তাঁকে গ্রেফতার করা যাবে না, এবং বিতর্কিত ভিডিওটির ভিত্তিতে নতুন করে কোনও এফআইআর-ও দায়ের করা যাবে না তাঁর বিরুদ্ধে। তবে রক্ষাকবচ দিলেও ‘ইন্ডিয়াস গট লেটেন্ট’ শোয়ে ‘বাবা-মায়ের যৌনতা’ প্রসঙ্গে মন্তব্যের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসিত হয়েছেন রণবীর।
মঙ্গলবার বিচারপতি সূর্য কান্ত এবং এন কোটিশ্বর সিংয়ের এজলাসে রণবীর এলাহাবাদিয়ার (Ranveer Allahbadia) আবেদনের শুনানি শুরু হয়। বিচারপতি কান্ত বলেন, ‘রণবীরের মানসিকতা, চিন্তাভাবনা খুবই নোংরা। তারই বহিঃপ্রকাশ ঘটেছে তাঁর মন্তব্যে। নিজের বাবা-মায়েরও বিপুল সম্মানহানি করেছেন তিনি। জনপ্রিয় হলেই সমাজের তোয়াক্কা না করে যা খুশি বলা যায়- এমনটা ভেবে নেওয়াটা ঠিক নয়। যে ভাষায় কথা বলা হয়েছে, তাতে গোটা সমাজ লজ্জিত।’
আরও পড়ুন: Ranveer Allahbadia: মা-বাবা সম্পর্কে কুরুচিকর মন্তব্যে বিতর্কের ঝড়, ক্ষমা চাইলেন ইউটিউবার!
এদিকে ওই শো-এর বিতর্কিত এবং ভাইরাল ক্লিপের কারণে নাকি প্রাণনাশের হুমকি পাচ্ছেন এই জনপ্রিয় ইউটিউবার (Ranveer Allahbadia)! মঙ্গলবার এই ঘটনার নিন্দাও করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতিদের কথায়, রণবীর যেভাবে নোংরা মন্তব্য করে জনপ্রিয় হতে চাইছেন, ঠিক সেভাবেই তাঁকে হুমকি দিয়ে কেউ কেউ বিখ্যাত হতে চাইছেন। এই প্রাণনাশের হুমকিতে সুরক্ষার দাবি জানিয়ে পুলিশের দ্বারস্থ হতে পারেন রণবীর, এমনটা অনুমতি দিয়েছে শীর্ষ আদালত।
Get Current Updates on, India News, India News sports, India News Health along with India News Entertainment, and Headlines from India and around the world.