mamata banerjee talks with sskm hospital about singer pratul mukhopadhyay health update
সংকটজনক অবস্থা গীতিকার, সুরকার, সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের (Pratul Mukhopadhyay)। তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে৷ সোমবার তাঁর শারীরিক অবস্থার অবনতির খরব পেয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে যে, হাসপাতালের চিকিৎসকদের ফোন করে সংগীতশিল্পীর (Pratul Mukhopadhyay) চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের দু’জন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং অরূপ বিশ্বাসকেও হাসপাতালে পাঠান মুখ্যমন্ত্রী৷
আরও পড়ুন: BGBS 2025: দেওয়া পাচামি কয়লা প্রকল্প নিয়ে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের
সংবাদ মাধ্যম সূত্রের খবর থেকে জানা গিয়েছে, কিছু দিন আগেই বড়সড় অস্ত্রোপচার হয়েছিল শিল্পীর (Pratul Mukhopadhyay)। অপারেশন সফলও হয়েছিল৷ কিন্তু কিছুদিন পর হঠাৎই শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। ফের ভর্তি করা হয় হাসপাতালে৷
গত ১৫ জানুয়ারি এসএসকেএম হাসপাতালে তাঁকে দেখতে গিয়েছিলেন মমতা। হাসপাতালে বেশ কিছু ক্ষণ কথা হয় তাঁদের মধ্যে। সংগীতশিল্পীর (Pratul Mukhopadhyay) গলায় আমি ‘বাংলার গান গাই’ গানটিও শোনেন মমতা৷
Get Current Updates on, India News, India News sports, India News Health along with India News Entertainment, and Headlines from India and around the world.