By: ITV Bangla Team
• LAST UPDATED : March 2, 2025, 4:38 pm ISTShah Rukh Khan to shoot Pathaan 2 after King, Ayan Mukerji likely to direct: Report
শাহরুখ (SRK) ভক্তদের জন্য সুখবর! শীঘ্রই ‘Pathaan 2’ -এর শ্যুটিং শুরু করবেন এসআরকে৷ তবে এখন তিনি ব্যস্ত রয়েছেন ‘King’ ছবিটি নিয়ে৷ এই ছবিতে রয়েছে মেয়ে সুহানা খান৷ তাই কোনও দিকে এতটুকু ফাঁক রাখতে রাজি নন শাহরুখ৷ কাজ চলছে জোরকদমে৷
সূত্রের খবর, পাঠানের সিক্যোয়েলের স্ক্রিপ্টিং প্রায় ২ বছর ধরে চলছে৷ আর এবার সেই চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করা যেতে পারে বলে শোনা যাচ্ছে৷ ছবির স্ক্রিপ্টে শাহরুখ (SRK) নাকি বেশ ইমপ্রেসড!
আরও পড়ুন: Govinda-Sunita: ‘গ্রে-ডিভোর্সে’র পথে গোবিন্দা-সুনীতা? কী বললেন আইনজীবী?
ছবির চিত্রনাট্য তৈরি হয়ে গেলেও এখনও পর্যন্ত কে পরিচালনা করতে চলেছেন তা স্পষ্ট নয়৷ গুঞ্জন এটাই যে, হয় অয়ন মুখার্জি না হলে নতুন কোনও পরিচালক এই ছবিটি পরিচালনা করতে পারেন৷ আবার এও শোনা যাচ্ছে যে, হয়তো পাঠান ২ ছবির হাত ধরে ফের একবার পরিচালকের আসনে বসতে পারেন আদিত্য নিজেই৷
প্রসঙ্গত, ২০২৩-এ মুক্তি পেয়েছিল পাঠান ছবিটি৷ বক্স-অফিসে রীতিমতো ঝড় তুলেছিল এবং সেই সঙ্গে রেকর্ডও গড়ে ফেলে ছবিটি৷ এর পরিচালক ছিলেন সিদ্ধার্থ আনন্দ৷ এটি ছিল YRF-এর হায়েস্ট-গ্রসিং ছবি৷
Get Current Updates on, India News, India News sports, India News Health along with India News Entertainment, and Headlines from India and around the world.