By: ITV Bangla Team
• LAST UPDATED : February 27, 2025, 1:48 pm ISTSunita Ahuja Filed For Divorce From Govinda Six Months Ago, Reveals Actor’s Lawyer
গোবিন্দা এবং সুনীতার (Govinda-Sunita) বিবাহ-বিচ্ছেদের গুঞ্জনে সরগরম বিনোদন জগত। আর সেই গুঞ্জন আরও মাথাচাড়া দিয়েছে সুনীতার বিভিন্ন মন্তব্যকে কেন্দ্র করে। কেন ৩৭ বছরের দাম্পত্যে ইতি টানার পথে হাঁটতে চলেছেন তাঁরা সেই নিয়ে বিস্তর জল্পনা-কল্পনা। তবে কোনও পক্ষই বিষয়টি নিয়ে স্পষ্ট করে কিছু বললেনি। তবে মুখ খুলেছেন অভিনেতার আইনজীবী!
গুঞ্জন অনুযায়ী, ‘গ্রে ডিভোর্সে’র পথেই নাকি হাঁটতে চলেছেন গোবিন্দা-সুনীতা (Govinda-Sunita)। বিচ্ছেদ চেয়ে আবেদন জানিয়েছিলেন সুনীতাই, প্রায় মাস ছয়েক আগে, এমনটাই দাবি তারকাদম্পতির আইনজীবী ললিত বিন্দালের।
সম্প্রতি এক সংবাদমাধ্যমের কাছে ললিত জানান যে, ‘মাস ছয়েক আগেই সুনীতা এবং গোবিন্দা বিবাহ-বিচ্ছেদের মামলা দায়ের করেছেন।’ এর পাশাপাশি আইনজীবী অবশ্য এও বলেছেন, ‘তবে এখন ওঁদের সম্পর্ক ঠিক আছে, ওঁরা একসঙ্গেই আছেন।’
প্রসঙ্গত, ৫০ বা তাঁর বেশি বয়সের কোনও দম্পতি বিবাহবিচ্ছেদের করলে তাকে ‘গ্রে ডিভোর্স’ বলে। আর গোবিন্দা-সুনীতা উভয়ের বয়সই ৫০-এর বেশি।
আরও পড়ুন: Govinda: নতুন করে প্রেমে পড়েছেন গোবিন্দা? হচ্ছে ডিভোর্স? গুজব নিয়ে কী বললেন ক্রুষ্ণা?
শোনা যাচ্ছে, বছর ৩০-এর এক মারাঠি অভিনেত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন গোবিন্দা। আর সেখান থেকেই যাবতীয় সমস্যার সূত্রপাত। তবে বিবাহ-বিচ্ছেদের খবর নিয়ে গোবিন্দা-সুনীতা (Govinda-Sunita) বা তাঁদের সন্তান, কেউই কিছু বলেননি এখনও পর্যন্ত। তাই এখনও ধোঁয়াশা রয়েছে বিষয়টিকে ঘিরে।
Get Current Updates on, India News, India News sports, India News Health along with India News Entertainment, and Headlines from India and around the world.