Final ‘snan’ underway on Mahashivratri at Triveni Sangam, mahakumbh
আজ মহাশিবরাত্রি (Mahashivratri)। হিন্দুধর্মে একটি বিশেষ দিন। মনে করা হয়, এইদিনেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শিব ও পার্বতী। আজ শিবের আরাধনায় মগ্ন ভক্তমহল।
আজই আবার মহাকুম্ভের শেষ দিন। তাই আজ অমৃতস্নান করতে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয়েছেন প্রয়াগরাজে ৷ ভোর থেকেই ত্রিবেণী সঙ্গমে ডুব দিতে হাজির পুণ্যার্থীরা ৷ মহাকুম্ভের শেষ ‘শাহি স্নান’ উপলক্ষে তাই ব্যবস্থাপনাতে আরও জোর দিয়েছে প্রশাসন৷
একনজরে দেখে নেওয়া যাক শিবরাত্রির (Mahashivratri) সময়সূচি। মহাশিবরাত্রির চতুর্দশী তিথি ২৬ ফেব্রুয়ারি সকাল ১১ টা ০৮ মিনিটে শুরু এবং ২৭ ফেব্রুয়ারি সকাল ৮ টা ৫৪ মিনিটে শেষ।
আরও পড়ুন: Maha Kumbh 2025: শুরু মহাকুম্ভ, জেনে নিন শাহী স্নানের শুভ সময়
২৬ ফেব্রুয়ারি, সকাল ১১টা ১০ মিনিটে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শুরু এবং বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে তিথি শেষ
২৬ ফেব্রুয়ারি, সকাল ৯টা ৪১ মিনিট ৮ সেকেন্ড থেকে তিথি শুরু এবং ২৭ ফেব্রুয়ারি সকাল ৮টা ২৯ মিনিট ৩১ সেকেন্ডে তিথি শেষ
Get Current Updates on, India News, India News sports, India News Health along with India News Entertainment, and Headlines from India and around the world.