Saraswati Puja, Vasant Panchami Date, Time, Puja Vidhi, and Significance
শাস্ত্রমতে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পুজো। বসন্ত পঞ্চমীর শুভ তিথিতে বাগদেবীর আরধনা করা হয়। এই দিনের জন্য ছোট থেকে বড় সকলেই অপেক্ষা করে থাকে। ছোটদের যেমন ‘হাতেখড়ি’ অনেকের এই শুভ দিনে, তেমনই এই দিনকে আবার তরুণ-তরুণীরা ‘বাঙালির ভ্যালেন্টাইন্স ডে’ বলেও মনে করে থাকেন!
হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী, এই দিনে দেবী সরস্বতীর অবতারণা হয়েছিলেন। তাই প্রতি বছর মাঘ শুক্লা মাসের পঞ্চমীতে তাঁর আরাধনা হয়। তবে চলতি বছরে ২ নাকি ৩ ফেব্রুয়ারি, ঠিক কোন দিন কখন পুজো হবে, সেই নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। চলুন জেনে নেওয়া যাক পুজোর দিনক্ষণ প্রসঙ্গে-
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে:
পঞ্চমী তিথি শুরু-
বাংলা– ১৯ মাঘ, রবিবার। ইংরেজি– ২ ফেব্রুয়ারি, রবিবার। সময়– সকাল ৯ টা ১৬ মিনিট।
অমৃতযোগ সকাল ৭টা ৪ মিনিট থেকে ১০টা। মাহেন্দ্রযোগ বেলা ১২টা ৬ মিনিট থেকে ১টা ৪০ মিনিট।
পঞ্চমী তিথি শেষ-
বাংলা– ২০ মাঘ, সোমবার। ইংরেজি– ৩ ফেব্রুয়ারি, সোমবার। সময়– সকাল ৬ টা ৫৩ মিনিট।
অমৃতযোগ সকাল ৭টা ৪৭ মিনিট পর্যন্ত।
আরও পড়ুন: মাটিয়ারিতে মহিলা পরিচালিত Jagaddhatri Puja’র ইতিহাস জানেন?
গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে:
পঞ্চমী তিথি শুরু-
বাংলা– ১৯ মাঘ, রবিবার। ইংরেজি– ২ ফেব্রুয়ারি, রবিবার। সময়– বেলা ১২টা ১২ মিনিট ৫৯ সেকেন্ড।
অমৃতযোগ সকাল ৭টা ৪ মিনিট ৪৩ সেকেন্ড থেকে সকাল ১০টা ২৫ সেকেন্ড পর্যন্ত। মাহেন্দ্রযোগ বেলা ১২টা ৫৬ মিনিট ৬ সেকেন্ড থেকে ১টা ৪০ মিনিট ১ সেকেন্ড।
পঞ্চমী তিথি শেষ-
বাংলা– ২০ মাঘ, সোমবার। ইং– ৩ ফেব্রুয়ারি, সোমবার। সময়– সকাল ৯টা ৫৭ মিনিট ৩৮ সেকেন্ড।
মাহেন্দ্রযোগ সকাল ৭টা ৪৮ মিনিট ২২ সেকেন্ড পর্যন্ত।
বেণীমাধব শীলের গার্হস্থ্য পঞ্জিকা অনুসারে:
পঞ্চমী তিথি শুরু-
বাংলা– ১৯ মাঘ, রবিবার। ইংরেজি– ২ ফেব্রুয়ারি, রবিবার। সময়– বেলা ১২টা ৩৪ মিনিট।
পঞ্চমী তিথি শেষ-
বাংলা– ২০ মাঘ, সোমবার। ইংরেজি– ৩ ফেব্রুয়ারি, সোমবার। সময়– সকাল ৯টা ৫৯ মিনিট।
Get Current Updates on, India News, India News sports, India News Health along with India News Entertainment, and Headlines from India and around the world.