Canadian report finds ‘no definitive link’ between Nijjar killing and India
নিজের দেশের রিপোর্টেই বড়সড় ধাক্কা খেলেন জাস্টিন ট্রুডো। হরদীপ সিং পুরী নিজ্জরের হত্যায় ভারতের হাত রয়েছে, এমনই অভিযোগ তুলে একসময় সরব হয়েছিলেন তিনি। সেই অভিযোগ বারবারই খারিজ করে দিয়েছিল ভারত (Modi-Trudeau)। এবার ট্রুডোর দেশের একটি রিপোর্টই জানিয়ে দিল, নিজ্জরের হত্যায় কোনও বিদেশি রাষ্ট্রের হাত থাকার কোনও প্রমাণ নেই।
প্রসঙ্গত, ২০২৩ সালের ১৮ জুন কানাডায় একটি গুরুদ্বারের সামনে নিজ্জরকে হত্যা করা হয়। এই ঘটনায় কানাডার পার্লামেন্টে দাঁড়িয়ে ট্রুডো দাবি করেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে ভারত জড়িয়ে রয়েছে। এই অভিযোগের তীব্র প্রতিবাদ করে ভারত। ট্রুডোর দাবি এবং বিভিন্ন মন্তব্যকে কেন্দ্র করে ধীরে ধীরে দুই দেশের (Modi-Trudeau) সম্পর্ক কার্যত তলানিতে পৌঁছে যায়। তবে ট্রুডো ভারতের বিরুদ্ধে তাঁর এই অভিযোগের স্বপক্ষে কোনও প্রমাণ দিতে পারেননি।
আর মঙ্গলবার ১২৩ পাতার যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, তার কারণে জোর ধাক্কা খলেন ট্রুডো। ‘Public Inquiry Into Foreign Interference in Federal Electoral Processes and Democratic Institutions’ নামের ওই রিপোর্টে উল্লেখ হয়েছে যে, কানাডার (Modi-Trudeau) মাটিতে হরদীপ সিং নিজ্জরের খুনের সঙ্গে বিদেশি কোনও রাষ্ট্রের যুক্ত থাকার প্রমাণ পাওয়া যায়নি।
তবে এই রিপোর্টে দাবি করা হয়েছে, কানাডার নির্বাচনে নাক গলাচ্ছে ভারত (Modi-Trudeau)! এই অভিযোগেরও তীব্র বিরোধিতা করেছে ভারত।
Get Current Updates on, India News, India News sports, India News Health along with India News Entertainment, and Headlines from India and around the world.