BJP appoints Rekha Gupta as Delhi CM, national capital gets 4th woman to lead govt
দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শালিমার বাগের বিধায়ক রেখা গুপ্তাকে (Rekha Gupta) বেছে নিল বিজেপি! বুধবার সন্ধ্যায় তাঁর নাম ঘোষণা করা হয়। বৃহস্পতিবার দুপুর ১২টায় রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করবেন রেখা গুপ্তা৷ নতুন মন্ত্রিসভার সদস্যেরাও এদিন শপথ নেবেন। এবারের ভোটে শালিমারবাগ আসন থেকে আপ প্রার্থী বন্দনা কুমারীকে ৩০ হাজার ভোটে পরাজিত করেছেন রেখা গুপ্তা।
প্রসঙ্গত, ২৭ বছর পর দিল্লির মসনদে বিজেপি। কে বসবেন মুখ্যমন্ত্রীর কুর্সিতে, শেষ মুহূর্ত পর্যন্ত সেই সাসপেন্স শেষ মুহূর্ত পর্যন্ত জিইয়ে রেখেছিল গেরুয়া শিবির। অবশেষে সেই নাম সামনে এলো৷
আপকে পরাজিত করার পর ১১টা দিন কেটে গেলও, দফায় দফায় বৈঠক হলেও, মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন তা স্পষ্ট করেনি বিজেপি। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক বিদেশ সফরের জন্য নাম ঘোষণাতে বিলম্ব হয়।
আরও পড়ুন: Mamata Banerjee: মমতার ‘মৃত্যুকুম্ভ’ শব্দবন্ধকে সামনে রেখে ময়দানে পদ্মশিবির
দিল্লির মুখ্যমন্ত্রী পদের দাবিদার হিসেবে যে কয়েকটি নাম চর্চায় ছিল তার মধ্যে সবার প্রথমে ছিল পরবেশ ভার্মার নাম, যিনি আপ সুপ্রিমো তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে হারান সাম্প্রতিক নির্বাচনে। এছাড়া অন্যান্য যে কয়েকটি নাম চর্চায় ছিল সেগুলি হল, বিজেন্দর গুপ্তা, রেখা গুপ্তা, আশিস সুদ, সতীশ উপাধ্যায় এবং জিতেন্দর মহাজন। সবাইকে পিছনে ফেলে প্রথমবার বিধায়ক হয়েই আরও বড়সড় দায়িত্ব পেলেন রেখা (Rekha Gupta)৷
এদিকে শপথগ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতিতে শেষ মুহূর্তের আয়োজন চলছে। রামলীলা ময়দানে মোট তিনটি মঞ্চ করা হয়েছে। প্রধান মঞ্চে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লেফটেন্যান্ট গভর্ণর ভিকে সাক্সেনা। দ্বিতীয়টিতে থাকবেন ধর্মীয়গুরুরা এবং তৃতীয়টিতে সাংসদ এবং নব নির্বাচিত বিধায়করা। এই অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় তারকারাও রয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ শপথগ্রহণের অনুষ্ঠান শুরু হবে। দুপুর ১টার মধ্যে শপথগ্রহণ পর্ব শেষ হবে। প্রোটোকল অনুযায়ী, আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল এবং কেয়ারটেকার মুখ্যমন্ত্রী আতিশীকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
Get Current Updates on, India News, India News sports, India News Health along with India News Entertainment, and Headlines from India and around the world.