মোদী জমানায় ফের একটা নয়া পালক আসতে চলেছে ভারতের মুকুটে। এমনটাই আশা করছেন অনেকে। কারণ এই দশ বছরে ১০ নম্বর থেকে সোজা পাঁচে এসেছে ভারত। আর এবার ২০২৫ সালের মধ্যে জাপানকে টেক্কা দিয়ে বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকার চারে আসতে চলেছে ভারত, এমনটাই জানিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অমিতাভ কান্ত।
নীতি আয়োগের প্রাক্তন সিইও অমিতাভ কান্ত জানান, বর্তমানে ভারতের পঞ্চম স্থানে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, চিন, জার্মানি এবং জাপানের পরেই রয়েছে ভারত। ২০২২ সালেই ব্রিটেনকে টপকে গিয়েছে ভারত। আগামী বছরের মধ্যেই ভারত জাপানকে পিছনে ফেলে চতুর্থ স্থানে উঠে আসবে বলে আশাবাদী তিনি।
তিনি জানান, গত দশ বছরের তুলনায় ভারতের অর্থনৈতিক বৃদ্ধি উল্লেখযোগ্য। বর্তমানে দেশের জিডিপি প্রায় ৩.৭ ট্রিলিয়ন মার্কিন ডলার। তাঁর মতে, স্টিল, সিমেন্ট এবং অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং সেক্টরের পাশাপাশি ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারে ভারত বিশ্বে নেতৃত্বের পর্যায়ে রয়েছে।
জাপানের অর্থনীতি পিছিয়ে যাওয়ার পিছনে একাধিক কারণ রয়েছে বলে জানা গিয়েছে। করোনা অতিমারী এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশেষভাবে জাপানের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে।
Get Current Updates on, India News, India News sports, India News Health along with India News Entertainment, and Headlines from India and around the world.