Monkey Pox becomes a global threat!
করোনার আতঙ্ক এখনও আমজনতার মন থেকে মুছে যায়নি, আর এরই মধ্যে উদ্বেগ বাড়িয়ে হাজির ‘মাঙ্কি পক্স’ (Monkey Pox)। রিপাবলিক অফ কঙ্গো এবং আফ্রিকা মহাদেশের মতো একাধিক দেশে হানা দিয়েছে মাঙ্কি পক্স। এর প্রভাব দেখে মাঙ্কি পক্সকে বিশ্বজুড়ে অতিমারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ২০২২ সালের পর এই নিয়ে দ্বিতীয় বার মাঙ্কি পক্স নিয়ে সতর্কতা জারি করেছে হু।
হু-র পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে শুধু আফ্রিকাতেই ১৭ হাজারেও বেশি আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। জানা যায়, ১৯৫৮ সালে প্রথমবার এই এম-পক্স (Monkey Pox) ভাইরাসকে চিহ্নিত করা হয়। সে সময় বাঁদরদের মধ্যে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ছিল। তাই একে মাঙ্কি পক্স বলে অভিহিত করা হয়। মূলত পশ্চিম এবং মধ্য আফ্রিকার দেশগুলিতেই এই রোগ সীমাবদ্ধ ছিল।
তবে জানা যাচ্ছে প্রায় ১১৬টি দেশে এই রোগ (Monkey Pox) থাবা বসিয়েছে এই এম-পক্স। পরিস্থিতি গুরুতর হওয়ার আগেই সতর্ক হয়েছে ভারত সরকার। বাংলাদেশ ও পাক সীমান্তের স্থলবন্দরের পাশাপাশি বিমানবন্দর এবং সমুদ্র বন্দরেও সতর্কতা জারি করা হয়েছে। সতর্কতা জারি হয়েছে কেরলেও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, বাইরে থেকে যাঁরা আসছেন তাঁদের শরীরে এই রোগের লক্ষ্মণ রয়েছে কিনা তা নজরে রাখতে হবে।
আরও পড়ুন : Omega 3 Fats : মাসিকের সময় শরীরের যত্ন নিতে ব্রেকফাস্টে রাখুন ওমেগা থ্রি ফ্যাটস
এক্ষেত্রে (Monkey Pox) প্রবল জ্বর হতে পারে
মাঙ্কি পক্সের ফলে শরীরে ব্যথাও হতে পারে
ত্বকে ব়্যাশ দেখা যেতে পারে, যা ধীরে ধীরে লাল ফোঁড়ার মতো আকার ধারণ করতে পারে
হাত, পা, পায়ের পাতা, মুখ এবং শরীরের নানা অংশে ছড়িয়ে পড়তে পারে এই ব়্যাশ
জানা গিয়েছে, কোভিডের মতোই ছোঁয়াছে এই রোগ (Monkey Pox)। পশু থেকে মানুষে বা মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়তে পারে সংক্রমণ। আক্রান্তের ক্ষত বা দেহ তরলের সংস্পর্শে আসা জামা-কাপড় থেকেও কিন্তু ছড়াতে পারে এই মাঙ্কি পক্স।
প্রথমেই এই রোগের (Monkey Pox) উপসর্গ দেখলে চিকিৎসকের দ্বারস্থ হতে হবে
জ্বর, ক্লান্তি, গা ব্যথা, ত্বকে ক্ষত তৈরির মতো বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিলে চিকিৎসকের কাছে যান
যদি এই ভাইরাসে আক্রান্ত কারও সংস্পর্শে আসেন, তবে আইসোলেশনে থাকাই ভালো, তাতে অন্যান্যদের মধ্যে সংক্রমণের ঝুঁকি কমবে
এর পাশাপাশি স্নানের গামছা এবং রোগীর ব্যবহৃত জিনিসপত্র আলাদা রাখতে হবে
আরও পড়ুন : Wooden Furniture : বর্ষাকালে কাঠের আসবাব কেন বেড়ে যায় জানেন?
ইতিমধ্যেই মাঙ্কি পক্সের (Monkey Pox) একটি শক্তিশালী স্টেনের হদিশ মিলেছে, যা বেশ প্রভাবশালী বলে জানা গিয়েছে। ফলে উদ্বেগে আমজনতা। তবে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রের খবর অনুযায়ী যাদের চিকেন পক্স হয়েছে বা চিকেন পক্সের টিকা যারা নিয়েছেন তাঁরা নাকি অনেকটাই সুরক্ষিত।
Get Current Updates on, India News, India News sports, India News Health along with India News Entertainment, and Headlines from India and around the world.