PM Modi to take holy dip at Prayagraj on Delhi Election day
আজ দিল্লিতে বিধানসভা নির্বাচনকে (Delhi Assembly Election 2025) কেন্দ্র করে দিনভর টানটান উত্তেজনা লক্ষ্য করা যায়। বুধবার নির্ধারিত সময় অনুযায়ী সকাল সাতটাতেই শুরু হয়ে যায় ভোটগ্রহণ পর্ব।
দিল্লির নির্বাচন (Delhi Assembly Election 2025) প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, “আজ দিল্লি বিধানসভা নির্বাচনে সবকটি আসনেই ভোট হবে। ভোটারদের আহ্বান জানাচ্ছি, গণতন্ত্রের এই উৎসবে পূর্ণ উৎসাহে অংশগ্রহণ করে মূল্যবান ভোট দিন। যাঁরা প্রথমবার ভোট দিতে যাচ্ছেন সেই সব তরুণ বন্ধুদের আমার বিশেষ শুভেচ্ছা। মনে রাখতে হবে- আগে ভোট, তারপর বিশ্রাম!”
दिल्ली विधानसभा चुनाव में आज सभी सीटों के लिए वोट डाले जाएंगे। यहां के मतदाताओं से मेरा आग्रह है कि वे लोकतंत्र के इस उत्सव में पूरे उत्साह के साथ हिस्सा लें और अपना कीमती वोट जरूर डालें। इस अवसर पर पहली बार वोट देने जा रहे सभी युवा साथियों को मेरी विशेष शुभकामनाएं। याद रखना है-…
— Narendra Modi (@narendramodi) February 5, 2025
তবে এদিনই আবার মহাকুম্ভে পবিত্র স্নান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে পবিত্র ডুব দেন তিনি। গেরুয়া বসন, হাতে গলায় রুদ্রাক্ষের মালা পরেছিলেন এদিন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে এগারটা নাগাদ তিনি সঙ্গম ঘাটে ডুব দেন।
আরও পড়ুন: Union Budget 2025: একনজরে কোন কোন জিনিসের দাম কমল এবং বাড়ল?
তবে দিল্লিতে বিধানসভা ভোটের দিনই (Delhi Assembly Election 2025) তাঁর এই মহাকুম্ভে যাওয়ার সিদ্ধান্তে বিতর্ক দানা বাঁধতে থাকে। বিরোধীদের দাবি, হিন্দুত্বের বার্তা দিয়ে ভোটারদের মনকে প্রভাবিত করার চেষ্টা করতেই ভোটের দিনে কুম্ভস্নানে গিয়েছেন মোদী।
Here are highlights from a very divine visit to Prayagraj. pic.twitter.com/ecz1Yrl4Oy
— Narendra Modi (@narendramodi) February 5, 2025
Get Current Updates on, India News, India News sports, India News Health along with India News Entertainment, and Headlines from India and around the world.