President’s Rule imposed in Manipur days after resignation of CM Biren Singh
প্রায় দু’বছর ধরে অশান্তির আবহ মণিপুরে৷ অবশেষে মণিপুরে (Manipur) জারি করা হল রাষ্ট্রপতি শাসন। কিছুদিন আগেই মণিপুরের মুখ্যমন্ত্রীর পদ থেকে এন বীরেন সিং ইস্তফা দিয়েছেন। সেই পদে কারও নাম এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি বলেই জানা গিয়েছে৷ তাই মণিপুরে এই মুহূর্তে রাষ্ট্রপতি শাসনের আওতায়৷
উল্লেখ্য, মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে হিংসার কারণে মণিপুরের (Manipur) আইনশৃঙ্খলার চেহারা গোটা দেশের কাছে স্পষ্ট। প্রায়শই কোনও না কোনও ঘটনাকে কেন্দ্র করে সংবাদ শিরোনামে এসেছে মণিপুরের নাম৷ গোটা ঘটনায় প্রশ্নের মুখেও পড়তে হয়েছে বীরেন সিংকে৷
আরও পড়ুন: Abhijit Mukherjee: ‘ঘাসফুল’ ছেড়ে ফের ‘হাত’ ধরলেন প্রণব-পুত্র অভিজিৎ!
শেশ পর্যন্ত তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা দেন। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রের খবর অনুযায়ী, নতুন মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করার জন্য বিজেপি নেতাদের একের পর এক বৈঠক শুরু হলেও শেষ পর্যন্ত ওই পদে এখনও কেউ বসেননি৷ তাই সে রাজ্যে (Manipur) রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে৷
বৃহস্পতিবারই এই প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়টি সম্পর্কে জানানো হয়েছে৷ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বয়ানে লেখা রয়েছে, ‘আমি মণিপুরের রাজ্যপালের তরফ থেকে রিপোর্ট পেয়েছি৷ …. তাই এই সিদ্ধান্ত।’
President's Rule imposed in Manipur.
Manipur CM N Biren Singh resigned from his post on 9th February. https://t.co/vGEOV0XIrt pic.twitter.com/S9wymA13ki
— ANI (@ANI) February 13, 2025
Get Current Updates on, India News, India News sports, India News Health along with India News Entertainment, and Headlines from India and around the world.