Rekha Gupta Becomes 4th Woman CM Of Delhi, PM Modi Wishes Her A ‘Fruitful Tenure’
২৭ বছর পরে ফের দিল্লির মসনদে আসীন হল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার দুপুরে রামলীলা ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন রেখা গুপ্তা (Rekha Gupta)। শপথবাক্য পাঠ করালেন উপরাজ্যপাল ভিকে সক্সেনা। স্পিকার হিসাবে শপথ নিলেন বিজেন্দ্র গুপ্ত।
বৃহস্পতিবারের এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, জেপি নাড্ডা সহ বিজেপির শীর্ষস্থানীয় নেতা-নেত্রীরা। উপস্থিত ছিলেন বহু মুখ্যমন্ত্রীও। সব মিলিয়ে প্রায় ৩০ হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল এদিন।
মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার (Rekha Gupta) পর, পরবেশ ভার্মা, আশীষ সুদ, কপিল মিশ্র, মনজিন্দর সিং সিরসা, রবীন্দ্র ইন্দ্ররাজ, এবং পঙ্কজ সিং মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন।
আরও পড়ুন: Rekha Gupta: দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, প্রথমবার বিধায়ক হয়েই বড়সড় দায়িত্বে
প্রসঙ্গত, গতকাল পর্যন্তও দিল্লির মুখ্যমন্ত্রীর ‘মুখ’ নিয়ে চরম জল্পনা ছিল। কে হবে সেই নিয়ে এতদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল। উঠে আসছিল বিভিন্ন নাম। তবে শেষ পর্যন্ত রেখা গুপ্তার নামই চূড়ান্ত করা হয়। প্রথমবারের এই বিধায়ককেই মুখ্যমন্ত্রী করে বিজেপি। ২০২৫ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে, শালিমার বাগ (উত্তর-পশ্চিম) কেন্দ্র থেকে রেখা গুপ্তা (Rekha Gupta) ৬৮,২০০ ভোট পেয়ে বিজয়ী হন।
Get Current Updates on, India News, India News sports, India News Health along with India News Entertainment, and Headlines from India and around the world.