Sunil Chhetri Announces Retirement, To Play Last Match For India On June 6
ভারতীয় ফুটবলে একটি যুগের অবসান। অবসর নিতে চলেছেন সুনীল ছেত্রি। চোখে একরাশ স্বপ্ন নিয়ে পা রেখেছিলেন ময়দানে। নিজের পরিশ্রমের জোরে বার বার সাফল্যকে ছিনিয়ে এনেছেন। মন জয় করেছেন অগণিত ক্রীড়াপ্রেমীর। কিন্তু এবার সেই দৌড়েই ইতি টানতে চলেছেন তিনি। বৃহস্পতিবারের সকালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করলেন সুনীল ছেত্রি।
নিজেরি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেই ভিডিওতেই তিনি জানান, ফুটবলকে বিদায় জানাতে চলেছেন তিনি। আগামী ৬ জুন কলকাতার যুবভারতী স্টেডিয়ামে ২০২৬ সালের বিশ্বকাপের কোয়ালিফায়ার এবং ২০২৭ সালের এশিয়ান কাপের বাছাই-পর্বের দ্বিতীয় রাউন্ডে কুয়েতের বিরুদ্ধে নিজের কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলবেন সুনীল।
উল্লেখ্য, ৩৯ বছর বয়সী সুনীল দেশের হয়ে এখনও পর্যন্ত ১৫০টি ম্যাচ খেলেছেন। দেশের হয়ে ৯৪টি গোল রয়েছে তাঁর ঝুলিতে। আন্তর্জাতিক গোলের সংখ্যায় বর্তমানে তিনি বিশ্বে চতুর্থ স্থানে রয়েছেন। ২০১১ সালে অর্জুন পান সুনীল। ২০১৯ সালে পদ্মশ্রী পান। ২০২১ সালে প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে খেলরত্ন পুরস্কার পান সুনীল, যা ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার।
I'd like to say something… pic.twitter.com/xwXbDi95WV
— Sunil Chhetri (@chetrisunil11) May 16, 2024
Get Current Updates on, India News, India News sports, India News Health along with India News Entertainment, and Headlines from India and around the world.