ভরদুপুরে বাঁকুড়ায় চলল গুলি। জখম হলেন ৩ জন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়া সদর থানার এসাকুল এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। কিন্তু কেন এই গুলি? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে বাঁকুড়া শহর থেকে বেরিয়ে হেভির মোড়ের দিকে যাচ্ছিল একটি মারুতি ভ্যান। ওই গাড়ির পিছু নেয় একটি বাইক। অভিযোগ, বাঁকুড়ার ২ নম্বরের এসাকুল এলাকায় মারুতি ভ্যানকে লক্ষ্য করে গুলি চালায় বাইকে থাকা দুষ্কৃতীরা। স্বাভাবিকভাবেই হতভম্ব হয়ে যান স্থানীয় বাসিন্দারা। সম্বিত ফেরার আগেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় অভিযুক্তরা।
খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। দেখা যায়, গুলিতে জখম হয়েছেন ৩ জন। তাঁদের উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী হাসপাতালে ভরতি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, মারুতি ভ্যানের ভিতর থেকে প্রচুর তৃণমূলের পতাকা, ফেস্টুন উদ্ধার হয়েছে। ফলে ঘটনার নেপথ্যে রাজনৈতিক কারণ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এবিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ।
Get Current Updates on, India News, India News sports, India News Health along with India News Entertainment, and Headlines from India and around the world.