Federation Cup: Neeraj Chopra wins gold
ফের সোনা জিতলেন সোনার ছেলে নীরজ চোপড়া। এবার ভুবনেশ্বরে ফেডারেশন কাপ মিটে নীরজ ছুড়লেন ৮২.৮৭ মিটার। অলিম্পিক চ্যাম্পিয়ন নীরজ তিন বছর পর এই প্রথম দেশের মাটিতে কোনও ইভেন্টে অংশ নিলেন।
ওডিশার কলিঙ্গ স্টেডিয়ামে ফেডারেশন কাপে সোনা নিশ্চিত করতে পারলেও নিজের সেরা পারফরম্যান্স এদিন দিতে পারেননি নীরজ। তাঁর লক্ষ্য ছিল ৯০ মিটার। গরম-আপেক্ষিক আর্দ্রতার চ্যালেঞ্জ ছিলই, আর সেই চ্যালেঞ্জের মধ্যেই নিজের সেরাটা দিতে বদ্ধপরিকর ছিলেন নীরজ। তবে ৯০ মিটারের ধারেকাছে এদিন যাওয়া সম্ভবপর হয়নি তাঁর পক্ষে।
উল্লেখ্য, জার্মানিতে প্যারিস অলিম্পিক্সের প্রস্তুতি নিচ্ছেন নীরজ। গত তিন বছর ধরে ভালো পারফর্মও করছেন। ফেডারেশন কাপে তাঁর চারটি থ্রো-ই ছিল ৮১ থেকে ৮২ মিটারের আশেপাশে। দ্বিতীয় প্রয়াসটি বৈধ হয়নি। তবে চতুর্থ থ্রো ছিল ৮২.২৭ মিটারের, যা তাঁর চ্যাম্পিয়ন হওয়াকে নিশ্চিত করে।
উল্লেখ্য, ২০২১ সালের ১৭ মার্চ শেষবার দেশের মাটিতে ফেডারেশন কাপে অংশ নিয়েছিলেন নীরজ। সেবার তাঁর ৮৭.৮০ মিটারের পারফরম্যান্স তাঁকে সোনা এনে দিয়েছিল।
Get Current Updates on, India News, India News sports, India News Health along with India News Entertainment, and Headlines from India and around the world.