India beat Bangladesh, India won by 6 wickets
প্রত্যাশামতোই জয় এল ভারতের কাছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে ৬ উইকেটে হারাল ভারত। শুভমন গিলের দুরন্ত সেঞ্চুরি এবং মহম্মদ সামির পারফরম্যান্স ভারত-বাংলাদেশ ম্যাচকে (IND vs BAN) নিয়ে গেল একেবারে অন্য পর্যায়ে।
বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-বাংলাদেশ ম্যাচ (IND vs BAN) প্রথম থেকেই উন্মাদনার সৃষ্টি করেছিল। টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ৪৯.৪ ওভারে ১০ উইকেটে তারা ২২৮ রান তুলে নেয়।
এদিন লক্ষ্যমাত্রা (IND vs BAN) তাড়া করতে নেমে প্রথম থেকেই মারমুখী মেজাজে ছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ সাতটি চারের সাহায্যে ৩৬ বলে ৪১ রান করে আউট হন তিনি ৷ শুভমান গিল ১২৯ বলে ৯টি চার এবং ২টি ছয়-সহ ১০১ রান করেন। কেএল রাহুল ৪৭ বলে ১টি চার এবং ২টি ছয়-সহ ৪১ রান করেন। উভয়েই অপরাজিত থেকে যান। ২১ বল বাকি থাকতেই ২২৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করে জয় ছিনিয়ে নেয় ভারত।
আরও পড়ুন: Border-Gavaskar Trophy: নিজের নামে ট্রফি, অথচ পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকেই বাদ গাওস্কর!
উল্লেখ্য, শুভমান বৃহস্পতিবার ১২৫ বলে তাঁর অষ্টম ওয়ানডে সেঞ্চুরি করেন। গিলের সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশকে পরাজিত করার কাজটা আরও সহজ হয়ে যায় রোহিত শর্মার টিমের কাছে। জসপ্রীত বুমরাহহীন ভারতীয় দলের বোলিং-এর দায়িত্ব কাঁধে তুলে নেন শামি এবং বাংলাদেশের (IND vs BAN) বিরুদ্ধে ৫ উইকেট তুলে নেন তিনি।
Get Current Updates on, India News, India News sports, India News Health along with India News Entertainment, and Headlines from India and around the world.