Virender Sehwag, Wife Aarti Ahlawat Separate After 20 Years Of Marriage
দীর্ঘ ২০ বছরের সম্পর্কে ভাঙন? বীরেন্দ্র সহবাগ এবং তাঁর স্ত্রী আরতি আহলাওয়াত কি তাঁদের সম্পর্কে ইতি টানতে চলেছেন? এমনই গুঞ্জন এখন আকাশে-বাতাসে।
শোনা যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতেও একে অপরকে আনফলো করে দিয়েছেন সেহওয়াগ এবং আরতি। তাছাড়া আরতির ইনস্টাগ্রাম প্রোফাইল প্রাইভেট করা রয়েছে। ফলে সেই গুঞ্জনের পালে আরও হাওয়া লেগেছে।
উল্লেখ্য, ৩ বছর ধরে প্রেমের সম্পর্কে থাকার পর তাঁরা ২০০৪ সালে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। অরুণ জেটলির বাসভবনে বিয়ে হয়েছিল তাঁদের। ২০০৭-এ সেহওয়াগ-আরতির প্রথম সন্তান আর্যবীরের জন্ম হয়। ২০১০ সালে তাঁদের দ্বিতীয় সন্তান বেদান্তের জন্ম হয়। এবার নাকি সেই সুখের সংসারই ভাঙতে চলেছে!
আরও পড়ুন: Neeraj Chopra: বিয়ে করলেন ‘সোনার ছেলে’ নীরজ চোপড়া, পাত্রীকে চেনেন?
সেহওয়াগের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, বেশ কয়েক মাস ধরেই আর একসঙ্গে থাকছেন না তাঁরা। বিচ্ছেদ নাকি শুধু সময়ের অপেক্ষা!
প্রসঙ্গত, সেহওয়াগ-আরতির সম্পর্ক বেশ কয়েক বছর ধরেই তলানিতে। ফলে শেষ পর্যন্ত হয়তো বিচ্ছেদের পথেই হাঁটতে পারেন তাঁরা। যদিও সেহওয়াগ বা তাঁর স্ত্রী এখনও তাঁদের সম্পর্ক নিয়ে কিছু বলেননি।
Get Current Updates on, India News, India News sports, India News Health along with India News Entertainment, and Headlines from India and around the world.