Fengal intensifies, red alert issued for coastal Tamil Nadu, Puducherry
চোখ রাঙাচ্ছে Cyclone Fengal. দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়াচ্ছে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আইএমডি। এবারের এই ঘূর্ণিঝড়টির নাম ‘Fengal’। এই নামকরণ করেছে সৌদি আরব।
মৌসম ভবনের রিপোর্ট অনুযায়ী, শনিবার বিকেলেই সাইক্লোন ‘Fengal’ তামিলনাড়ুর মহাবলীপুরমের কাছে আছড়ে পড়তে চলেছে। ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলে সতর্কবার্তা জারি করা হয়েছে। সেই সঙ্গে লাল সতর্কতাও জারি হয়েছে৷ এই ঝড়ের সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘণ্টায় ৯০ কিলোমিটার হতে পারে।
আরও পড়ুন: চোখ রাঙাচ্ছে নয়া Cyclone Fengal, এর প্রভাব কি পড়বে বাংলায়?
জানা গিয়েছে, চেন্নাই, কাঞ্চিপুরম, ভিল্লাপুরম, চিরুভাল্লুর, চেঙ্গালপাত্তু, সহ একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস (Cyclone Fengal) রয়েছে। এছাড়া মৎস্যজীবীদেরও সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷
আসন্ন এই দুর্যোগ মোকাবিলায় মঙ্গলবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন উচ্চ পর্যায়ের বৈঠক করেন বলে জানা গিয়েছে৷
Get Current Updates on, India News, India News sports, India News Health along with India News Entertainment, and Headlines from India and around the world.