Jagaddhatri Puja in Nadia, everything about Devi RupoKali
দেবী জগদ্ধাত্রীর (Jagaddhatri Puja) আরাধনায় এখন মেতে ছোট থেকে বড় সকলেই। বাংলার আকাশে-বাতাসে উৎসবের রেশ এখনও অব্যাহত। আর এই আবহে নদিয়ার শান্তিপুরের পুজোতে চলুন চোখ রাখা যাক। এখানে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে কালী প্রতিমাকে রুপো এবং সোনার অলংকারে সাজিয়ে তোলা হয়। এখানে দেবী ‘রূপোকালী’ নামে পরিচিত।
দেবী জগদ্ধাত্রীর (Jagaddhatri Puja) সঙ্গেই এখানে সন্তোষী মা, মহিষাসুরমর্দিনী, অকাল বোধন, কালী, ভারতমাতা, নারায়ণ, কমলেকামিনী, নটরাজ সহ নানান দেবদেবীর উপাসনাও হয়ে থাকে। তাই জগদ্ধাত্রী পুজো না বলে ‘জগদ্ধাত্রী উৎসব’ বলা হয়ে থাকে এখানে।
জগদ্ধাত্রী উৎসবের (Jagaddhatri Puja) আগেই পুজো শুরু হয় ‘রূপোকালী’ মায়ের। দূর-দূরান্ত থেকে মায়ের অগণিত ভক্তরা আসেন মনের ইচ্ছা মা-কে জানাতে। মা ‘রূপোকালী’ তার কোনও ভক্তকে খালি হাতে ফেরান না বলেই বিশ্বাস ভক্তবৃন্দদের। হাজার হাজার ভক্তরা আসেন, মানত পূরণের পুজো দেন, ভোগ প্রসাদ গ্রহণ করেন। এছাড়াও আয়োজন করা হয় এক মহোৎসবের।
আরও পড়ুন: Kali Puja 2024: বাংলার কালী ক্ষেত্র নদিয়ার শান্তিপুরে ভক্তবৃন্দের উপচে পড়া ভিড়
পুজো কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ বছরে প্রাচীন নিয়ম মেনে মায়ের আবির্ভাব পুজো (Jagaddhatri Puja) অনুষ্ঠিত হবে। নদিয়ার শান্তিপুরবাসীর সঙ্গে তাঁদের আদরের মা এবার থাকতে চলেছেন অনেকটাই বেশি সময়। আগামী ১২ নভেম্বর মা নিরঞ্জনে যাবেন। মঙ্গলবার থেকেই ‘রূপোকালী’ মায়ের আরাধনার মধ্যে দিয়েই শুরু হয়ে গিয়েছে নদিয়ার শান্তিপুরের জগদ্ধাত্রী পুজো উৎসব।
Get Current Updates on, India News, India News sports, India News Health along with India News Entertainment, and Headlines from India and around the world.