‘Maha Kumbh turning into Mrityu Kumbh’, Mamata Banerjee attacks Yogi Adityanath
একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে প্রয়াগরাজের মহাকুম্ভে। কখনও পদপিষ্ট হয়ে পুণ্যার্থীদের মৃত্যু হচ্ছে, তো কখনও অগ্নিকাণ্ড। সম্প্রতি আবার এই তালিকায় যুক্ত হয়েছে নয়া দিল্লি স্টেশনের মর্মান্তিক ঘটনাও। মহাকুম্ভের জন্য ট্রেনে উঠতে গিয়ে হুড়োহুড়িতে প্রাণ গিয়েছে সাধারণ মানুষের। ১৮ জনের মৃত্যু হয়েছে, আহত বহু। মহাকুম্ভের এইসব দুর্ঘটনা প্রসঙ্গেই বিধানসভা থেকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেন, ‘মহাকুম্ভ এখন মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে’।
মঙ্গলবার বিধানসভায় বক্তৃতা পেশের সময় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ‘মহাকুম্ভ নিয়ে আমি নাই বা বললাম৷ ওটা এখন মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে৷ মৃত্যুকূপের মতো৷’ তিনি আরও বলেন, ‘৩০ জন? এটা কি সঠিক? কত মৃতদেহ নদীতে ভাসিয়ে দিয়েছেন? কত? হাজার হাজার৷’ এর পাশাপাশি মহাকুম্ভে আগুন লাগার ঘটনা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আটবার আগুন লেগেছে৷’
আরও পড়ুন: Delhi Stampede: ‘নয়াদিল্লির ঘটনা দেখাল, পরিকল্পনা কতটা জরুরি’, কেন্দ্রকে নিশানা মমতার
এদিন মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে তিনি মহাকুম্ভের ব্যবস্থাপনা সম্পর্কে সমালোচনা করেছেন। বিজেপিকে কার্যত ‘তুলোধনা’ করেছেন! এবার তাঁর এই বক্তব্যের পাল্টা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দু বলেন, ‘এখনও পর্যন্ত মহাকুম্ভে ৪০ কোটি মানুষ গিয়েছেন। অনেকের আশা, আরও ১০ কোটি মানুষ যেতে পারেন। সেখানে আপনি মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন। আপনি বলেছেন কুম্ভমেলা টাকা রোজগারের জন্য করা হয়েছে। এই মন্তব্য ক্ষমার অযোগ্য। এই মন্তব্যের খেসারত আপনাকে দিতে হবে।’
Get Current Updates on, India News, India News sports, India News Health along with India News Entertainment, and Headlines from India and around the world.