Mamata Banerjee commences project of Asia’s 2nd largest coal mine at Deucha-Pachami from BGBS 2025
বুধবার শুরু হয়েছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। এই অষ্টম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে (BGBS 2025) মুকেশ আম্বানি-সহ বহু শিল্পপতিরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ৪০ দেশের প্রতিনিধি। এই মঞ্চ থেকেই বাংলাকে বিনিয়োগের আদর্শ রাজ্য বলে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, ‘বাংলা ব্যবসার আদর্শ জায়গা।’
বিশ্ব বাণিজ্যের এই মঞ্চ (BGBS 2025) থেকে মুখ্যমন্ত্রী দেওয়া পাচামি কয়লা প্রকল্প নিয়েও বড় ঘোষণা করলেন। তিনি জানান যে, দেওচা পাচামি কয়লা খনিতে বৃহস্পতিবার থেকে কাজ খননের কাজ শুরু হবে। তিনি বলেন, ‘খনি প্রকল্পে কাজ শুরু করার জন্য সমস্ত কিছু তৈরি।’ মমতা আরও বলেন, ‘অনেক দেশই এখানে কাজ করতে চায়। আজকের দিনটা ভাল, তাই ঘোষণা করে দিলাম।’
আরও পড়ুন: Kolkata Book Fair: ‘বই শুভেচ্ছা’ জানিয়ে বইমেলার উদ্বোধন মমতার! প্রকাশ করলেন নিজের ৩ বই
মুখ্যমন্ত্রীর দাবি, ‘বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লাখনি হল দেউচা পাচামি। এই কয়লাখনির কারণে ১০০ বছরে বিদ্যুতের কোনও সমস্যা হবে না।’
বুধবার BGBS 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে বহু গণ্যমান্য ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। রাজ্যের ক্রীড়াক্ষেত্রে আরও বেশি করে বিনিয়োগের আবেদন করেন সৌরভ৷
তিনি বলেন, ‘এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন রাজ্যের ব্যবসায়িক পরিমণ্ডলকে আন্তর্জাতিক দরবারে নিয়ে গিয়েছে। এই রাজ্যে যাতে আরও বেশি করে বিনিয়োগ আসে, সেজন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ১০০ শতাংশ চেষ্টা করছেন। আমিও এই রাজ্যে একটা ক্ষুদ্র বিনিয়োগ করেছি।’
Get Current Updates on, India News, India News sports, India News Health along with India News Entertainment, and Headlines from India and around the world.