Mamata Banerjee-led govt to implement 4% DA hike for state govt employees
৪ শতাংশ হারে ফের ডিএ বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মীদের। রাজ্য বাজেটে (Bengal Budget) এই প্রস্তাব রাখলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আগামী ১ এপ্রিল, ২০২৫ থেকে এটি কার্যকর হবে। চার শতাংশ হারে ডিএ বৃদ্ধির ফলে রাজ্যের সরকারি কর্মীদের মোট ডিএ বেড়ে হবে ১৮ শতাংশ।
প্রসঙ্গত, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই বাজেট (Bengal Budget) মমতা সরকারের শেষ ‘পূর্ণাঙ্গ বাজেট’। তাই এই বাজেটে রাজ্যের সরকারি কর্মচারীদের বড় অঙ্কের ডিএ মিলবে বলে প্রত্যাশা ছিল৷
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার কেন্দ্রীয় সরকারের কর্মীদের অষ্টম পে কমিশন ঘোষণা করার পরে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং বাংলার রাজ্য সরকারি কর্মচারীদের বেতন এবং ডিএর মধ্যে পার্থক্য আরও স্পষ্ট হয়ে ওঠে। এই পার্থক্যের কারণে দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলির আন্দোলন-দাবি আরও মজবুত হচ্ছিল৷
আরও পড়ুন: BGBS 2025: দেওয়া পাচামি কয়লা প্রকল্প নিয়ে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের
২০২৬-এর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে এই বাজেটে (Bengal Budget) ৪ থেকে ৬ শতাংশ মহার্ঘ ভাতা আজ ঘোষণা হতে পারে বলে একাংশের অনুমান ছিল। বুধবার বিকেল চারটেয় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য চার শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেন৷
Get Current Updates on, India News, India News sports, India News Health along with India News Entertainment, and Headlines from India and around the world.