Possibilities of rain in Bengal, temparature can drop
ফের নামতে পারে পারদ (Bengal Weather) , এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ রাজ্যের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি করে কমতে পারে৷
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলা বিক্ষিপ্তভাবে কুয়াশাচ্ছন্ন থাকবে।
এদিকে, সপ্তাহ শেষে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিঙে হালকা তুষারপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানা গিয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী ২-৩ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রায় (Bengal Weather) তেমন কোনও হেরফের পরিলক্ষিত হবে না৷
আরও পড়ুন : Abhishek Banerjee: অফিশিয়াল ফেসবুক পেজে তথ্যবিকৃতি! মেটা কর্তৃপক্ষকে নোটিস অভিষেকের আইনজীবীর
মূলত উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ নামতে থাকবে। এছাড়া একাধিক জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷
আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা (Bengal Weather) ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ এবং ন্যূনতম ৪৮ শতাংশ হতে পারে৷
Get Current Updates on, India News, India News sports, India News Health along with India News Entertainment, and Headlines from India and around the world.