CM Mamata Urges ‘Return to Festival’
আর জি কর হাসপাতালের নারকীয় ঘটনার আজ এক মাস পূর্ণ হল। বিচারের দাবিতে রাজ্যজুড়ে নাগরিকরা পথে নেমেছেন। এই আবহে এবার পুজোয় ফিরতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, আহ্বান, ‘‘এক মাস তো হয়ে গেল। আমি অনুরোধ করব, পুজোয় ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন।’’ আর এখান থেকেই ক্ষোভের আগুনে ফের ঘি পড়ল৷
সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি শেষ হওয়ার পরে পরেই নবান্নে শুরু হয় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক পর্যালোচনা বৈঠক৷ জনসাধারণকে উৎসবে ফিরে আসার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আন্দোলনকারীদের উদ্দেশে মমতা বললেন, “ প্রতি দিন রাতে আপনারা যদি রাস্তায় থাকেন, অনেক মানুষের তো সমস্যা হয়। অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছেন। আলো লাগালে, তাঁদের ঘুমের সমস্যা হয়। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নিয়মও রয়েছে রাত ১০টার পর মাইক বাজানো নিয়ে। তা সত্ত্বেও তো আমরা সব ছেড়ে দিয়েছি। এক মাস তো হয়ে গেল। আমি অনুরোধ করব, পুজোয় ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। সিবিআইকে অনুরোধ করব, তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন।”
আরও পড়ুন: CV Ananda Bose: বিনীতের অপসারণ নিয়ে Mamata-কে মন্ত্রিসভার বৈঠকের নির্দেশ রাজ্যপালের
এদিকে, মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছে সমাজের অনেকেই। সরব আন্দোলনকারী চিকিৎসকরাও। তাঁরা বলেন, ‘মুখ্যমন্ত্রী আজ সব ভুলে মানুষকে উৎসবে ফিরতে বলেছেন। আমরা তাঁর এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। বিচার না পাওয়া অবধি, উৎসবে ফেরার আবেদন অশ্লীল ও অমানবিক’। মুখ্যমন্ত্রীকে অবিলম্বে তাঁরবক্তব্য ফিরিয়ে নেওয়ার দাবিও তোলেন আন্দোলনকারী চিকিৎসকরা৷
মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিলোত্তমার মা বললেন, “আমার বাড়িতে দুর্গাপুজো হত। মেয়ে নিজে করত। আমার বাড়িতে তো আর কোনওদিন দুর্গাপুজোর আলো জ্বলবে না। আমার ঘরের প্রদীপ নিভে গিয়েছে। এক মাস হয়ে গেল।”
Get Current Updates on, India News, India News sports, India News Health along with India News Entertainment, and Headlines from India and around the world.