TMC MP Abhishek Banerjee writes to META over Facebook bio altercation
সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম ‘ফেসবুক’ কর্তৃপক্ষকে আইনজীবীর মাধ্যমে আইনি নোটিস পাঠালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আইনজীবী সঞ্জয় বসু। অভিযোগ, ফেসবুকে অভিষেকের অফিশিয়াল পেজে বেআইনিভাবে হস্তক্ষেপ করা হয়েছে। মেটাকে নোটিস পাঠিয়ে অবিলম্বে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে।
ব্যবস্থা নেওয়ার দাবি জানানোর পাশাপাশি এই ধরনের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করার কথাও নোটিসে উল্লেখ করা হয়েছে বলে সংবাদ মাধ্যম সূত্রের খবর। এখানেই শেষ নয়, এই ধরনের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা রোধে মেটা কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিচ্ছেন, তা চিঠির মাধ্যমে অভিষেককে জানাতে হবে বলেও নোটিসে জানানো হয়েছে৷
আরও পড়ুন : Bengal Budget: বাজেটে বড় ঘোষণা, ৪ শতাংশ DA বাড়ছে রাজ্যের সরকারি কর্মীদের
বুধবার এই সংক্রান্ত নোটিস মেটা কর্তৃপক্ষকে পাঠিয়েছেন অভিষেকের (Abhishek Banerjee) আইনজীবী সঞ্জয় বসু৷ তার জেরেই সম্ভবত বৃহস্পতিবার অভিষেকের অফিশিয়াল ফেসবুক পেজে আবার আগের তথ্য ফিরে এসেছে৷
উল্লেখ্য, অভিষেকের (Abhishek Banerjee) ফেসবুক পেজের বায়োতে দু’দিন আগে দলের নাম ছিল না, তবে তাঁর ‘এক্স’ হ্যান্ডলে দলের নাম ছিল। সাধারণত রাজনৈতিক নেতাদের সমাজমাধ্যমের বায়োতে কোনও বদল দেখা গেলে তা ‘ইঙ্গিতবাহী’ হয়ে ওঠে। অভিষেকের ক্ষেত্রেও এমন ঘটনায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করে৷ পরে অবশ্য অভিষেকের ফেসবুক বায়োতে আগের তথ্য ফিরে আসে৷
Get Current Updates on, India News, India News sports, India News Health along with India News Entertainment, and Headlines from India and around the world.