Trinamool’s special squad in Bengal over Bajrang Dal’s warning on Valentine’s Day
প্রিয়জনকে প্রেমের দিন ভালোবাসা (Valentine’s Day) দেখানোর পথে কি কাঁটা হয়ে উঠেছে বজরং দল ও বিজেপির শাখা সংগঠনের? এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভাইরাল হওয়া একটি নির্দেশিকাকে কেন্দ্র করে৷ সেই নির্দেশিকাতে নাকি এটা স্পষ্ট যে, ভ্যালেন্টাইন্স ডে-তে আপত্তি রয়েছে বজরং দলের। আর এখান থেকেই যাবতীয় বিতর্কের সূত্রপাত৷ পাল্টা দিয়েছে আবার তৃণমূলও! যুগলদের সুরক্ষায় নাকি পথে নামবে তৃণমূলের আইটি উইং!
বিভিন্ন সংবাদ মাধ্যমে সূত্রের খবর অনুযায়ী, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বজরং দলের নামে নাকি একটি নির্দেশিকা ভাইরাল হয়, যেখানে লেখা হয়েছে, প্রকাশ্যে প্রেম দেখানো ভারতীয় সংস্কৃতির পরিপন্থী। শুধু তাই নয়, কেউ আপত্তিকর অবস্থায় ধরা পড়লে তাদের পরিবারের সঙ্গে আলোচনা করা হবে। প্রয়োজনে বিয়ের ব্যবস্থাও করা হবে!
আরও পড়ুন: Manipur: বীরেনের বিকল্প মুখ না পেয়েই কি মণিপুরে রাষ্ট্রপতি শাসন?
এই নির্দেশিকাকে কেন্দ্র করে ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। এদিকে তৃণমূলের পক্ষ থেকে তৃণমূলের আইটি সেলের নেতা দেবাংশু ভট্টাচার্য বলেন, (Valentine’s Day) ‘ভ্যালেন্টাইনস ডে-তে কেউ হেনস্তার শিকার হলে আমাদের আইটি সেল সাহায্য করবে।’
যেভাবে সমগ্র বিষয়টি সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে তাতে আজকের দিনে সরগরম বাংলা। পারদ চড়ছে রাজনীতির আঙিনাতেও৷ কে কার সঙ্গে দেখা করবেন, কে কাকে ভালোবাসবেন, তা কি কোনও রাজনৈতিক দল বা সংগঠন ঠিক করে দিতে পারে, অনেকেই এই প্রশ্ন তুলে সরব!
Get Current Updates on, India News, India News sports, India News Health along with India News Entertainment, and Headlines from India and around the world.