ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতা, Weather Update বঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি। শীতের আমেজ এখনও বজায় রয়েছে রাজ্যজুড়ে। এরই মধ্যে ফের বৃষ্টির কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার আংশিক মেঘলা থাকবে কলকাতার আকাশ। আবার কোথাও হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।
তবে রবিবার (২৭ ফেব্রুয়ারি) দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। পশ্চিমের জেলাগুলিতে বৃৃষ্টির প্রভাব বেশি থাকবে। এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়াও বইবে। ১ মার্চ থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকছি থাকবে।
আরও পড়ুন : Businessman Beaten in Malda জমি সংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ীকে হামলা
আরও পড়ুন : Bomb Recovered বিজেপির নির্বাচনী কার্যালয়ের সামনে সুতলি বোমা উদ্ধারে চাঞ্চল্য বর্ধমানে
___
Published by Julekha Nasrin
Get Current Updates on, India News, India News sports, India News Health along with India News Entertainment, and Headlines from India and around the world.