By: ITV Bangla Team
• LAST UPDATED : March 19, 2025, 9:30 pm ISTSunita Williams Should Be Conferred With Bharat Ratna, Says West Bengal CM Mamata Banerjee
প্রায় ৯ মাস পর মহাকাশ থেকে পৃথিবীতে ফিরলেন নাসার দুই নভোচর ভারতীয় বংশোদ্ভূত সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং ব্যারি বুচ উইলমোর। তাঁদের প্রত্যাবর্তনে বিশ্বজুড়ে কার্যত আনন্দ-উৎসবের আবহ। বুধবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘দেশের মেয়ে’ সুনীতাকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি জানালেন৷
এদিন বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, ‘সুনীতা উইলিয়ামসকে ভারত রত্ন দেওয়া উচিত।’ তিনি এও বলেন যে, ‘সুনীতা ভারতের মেয়ে। কেন্দ্রীয় সরকারের কাছে তাঁকে ভারতরত্ন দেওয়ার আবেদন জানাচ্ছি। তাঁরা যাতে ভাল করে কাজ করতে পারেন, তাই জন্যই এই দাবি জানাচ্ছি।’
আরও পড়ুন: Sunita Williams: ‘ভারতে আসুন’, সুনীতাকে দেশে আসার আমন্ত্রণ জানালেন মোদী
এর আগে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছিলেন,’অবশেষে নিরাপদে পৃথিবীতে ফিরে আসার জন্য সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে স্বাগত জানাচ্ছি৷ ভারতের মেয়ে আমাদের কাছে ফিরে এসেছেন, এবং আমরা খুবই আনন্দিত। আমরা বুচ উইলমোরের জন্যও খুব আনন্দিত। তাঁদের সাহসকে স্বাগত জানাই, তাঁদের প্রত্যাবর্তনের জন্য শুভেচ্ছা জানাই! আমি উদ্ধারকারী দলকে অভূতপূর্ব সাফল্যের জন্য অভিনন্দন জানাই।’
Welcome Sunita Williams and Butch Wilmore back to earth, finally and safely, after so many days.
Our daughter of India returns to us, and we are deeply deeply happy and elated. We are profoundly happy for Butch Wilmore also. Hail their courage, hail their return, hail human…
— Mamata Banerjee (@MamataOfficial) March 19, 2025
তবে এসবের মাঝেই রাজ্যের বিরোধী দলনেতার নিশানায় উঠে আসেন মমতা৷ বিধানসভায় মমতার সুনীতা (Sunita Williams) প্রসঙ্গে বক্তব্যের প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী দাবি করেন যে, মুখ্যমন্ত্রী নাকি ‘সুনীতা উইলিয়ামসের’ পরিবর্তে ‘সুনীতা চাওলা’ বলেছেন! তাই নিয়ে এদিন সরব হন শুভেন্দু অধিকারী৷
Get Current Updates on, India News, India News sports, India News Health along with India News Entertainment, and Headlines from India and around the world.