PM Narendra Modi’s heartfelt letter to NASA’s Sunita Williams: ‘Looking forward to seeing you in India’ প্রায় ৯ মাসের বেশি সময় মহাকাশে রয়েছেন সুনীতা উইলিয়ামস (Sunita Williams)৷ অবশেষে পৃথিবীতে ফিরছেন তিনি৷ তাঁর সঙ্গে রয়েছেন নভশ্চর ব্যারি উইলমোর। নাসার বিবৃতি অনুযায়ী, স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার বিকেল ৫টা ৫৭ মিনিটে আমেরিকার ফ্লোরিডার উপকূলে নামতে পারেন সুনীতারা। ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোর সাড়ে ৩টে নাগাদ। তবে সবটাই নির্ভর করছে পরিস্থিতি কতটা অনুকূল থাকবে তার ওপর৷ কী লিখেছেন মোদী? গোটা বিশ্ব যখন সুনীতা–ব্যারির ফেরার অপেক্ষায়, ঠিক সেই আবহে সুনীতাকে (Sunita Williams) লেখা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি চিঠি সামনে এসেছে। জানা গিয়েছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সেই চিঠি হাতে পেয়েছেন সুনীতা৷ চিঠিতে মোদীতে লিখেছেন, “আমরা ১৪০ কোটি ভারতীয় সবসময়ই আপনার কৃতিত্বে গর্ববোধ করি। হাজার হাজার মাইল দূরে থাকলেও আপনি আমাদের হৃদয়ের কাছেই রয়েছেন। আপনার সুস্থতা ও সাফল্য কামনা করি।” এর পাশাপাশি তাঁকে ভারতে আসার আমন্ত্রণও জানিয়েছেন মোদী৷ আরও পড়ুন: Sunita Williams: সুনীতা উইলিয়ামসের ঘরে ফেরা এখন সময়ের অপেক্ষা মাত্র! প্রসঙ্গত, গত বছরের জুনে আট দিনের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়ে আটকে পড়েছিলেন সুনীতা (Sunita Williams) ও ব্যারি৷ তাঁরা যে মহাকাশযানে পাড়ি দিয়েছিলেন, তাতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল৷ পরে একাধিকবার তাঁদের ফিরিয়ে আনার চেষ্টা হলেও তা সফল হয়নি৷ অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে পৃথিবীর মাটিতে আসতে চলেছেন সুনীতারা৷
Dhurandhar Movie Review: अदित्य धर की फिल्म 'धुरंधर' आज 5 दिसंबर को बड़े पर्दे पर…
IPL 2026: आईपीएल 2026 में कुछ विदेशी खिलाड़ी सिर्फ कुछ ही मैचों के लिए उपलब्ध…
Dhurandhar Second Part: बॉलीवुड एक्टर रणवीर सिंह (Ranveer Singh) की फिल्म “धुरंधर” आज सभी सिनेमा…
सूरत (गुजरात) [भारत], दिसंबर 5: शहर की उभरती शतरंज प्रतिभा और डीपीएस सूरत की कक्षा 2…
Team India ODI Record At Vizag: भारत और साउथ अफ्रीका विशाखापत्तनम में तीसरा वनडे मैच…
Delhi Traffic Restrictions: रुस के राष्ट्रपति व्लादिमीर पुतिन की भारत यात्रा के कारण दिल्ली के…