Donald Trump picks Kash Patel to head FBI
জয় ভট্টাচার্যের পর ট্রাম্প সরকারে আরও এক ভারতীয় বংশোদ্ভূত। আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটে এবার কাশ প্যাটেল (Kash Patel)। শনিবার ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআই-এর প্রধান হিসাবে কাশ্যপ বা কাশ প্যাটেলকে বেছে নিয়েছেন ট্রাম্প।
শনিবার রাতে ট্রাম্প তাঁর নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাশ প্যাটেলের (Kash Patel) নিয়োগের বিষয়ে জানান। ট্রাম্প লেখেন, ‘আমি গর্বের সঙ্গে জানাচ্ছি যে, কাশ্যপ ‘কাশ’ প্যাটেল ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের পরবর্তী ডিরেক্টর হিসাবে কাজ করবেন। তিনি একজন সফল আইনজীবী, তদন্তকারী এবং ‘আমেরিকার ফার্স্ট’ নীতির যোদ্ধা। দুর্নীতি ফাঁস, ন্যায়বিচার রক্ষা এবং আমেরিকার মানুষের স্বার্থে তিনি তাঁর গোটা কেরিয়ার জুড়ে লড়াই করেছেন।’
আরও পড়ুন: Jay Bhattacharya: আমেরিকার স্বাস্থ্য়রক্ষায় কলকাতার ছেলে জয় ভট্টাচার্য
উল্লেখ্য, ১৯৮০ সালে নিউইয়র্কে জন্মগ্রহণ করেন কাশ্যপ প্যাটেল (Kash Patel)। তাঁর বাবা-মা দু’জনেই গুজরাটি। তবে নিউইয়র্কে জন্মালেও কাশ্যপের তাঁর বড় হয়ে ওঠা পূর্ব আফ্রিকায়।
মার্কিন প্রশাসনিক মহলে দীর্ঘদিন ধরেই পরিচিত কাশ। তিনি (Kash Patel) মার্কিন জঙ্গিবিরোধী কমিটির উপদেষ্টা হিসেবে যেমন কাজ করেছেন, তেমনই কাজ করেছেন হোয়াইট হাউসেও। এছাড়া, এনএসসির সিনিয়র ডিরেক্টর পদে ছিলেন তিনি। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল। এবার ট্রাম্প ক্ষমতায় প্রত্যাবর্তনের পরই তাঁকে বেছে নিলেন এফবিআই ডিরেক্টর হিসেবে।
Get Current Updates on, India News, India News sports, India News Health along with India News Entertainment, and Headlines from India and around the world.