Tabla maestro Zakir Hussain dies at 73 in US hospital
প্রয়াত কিংবদন্তী তবলা-শিল্পী জাকির হুসেন (Zakir Hussain)। সান ফ্রান্সিসকোর হাসপাতালে আইসিইউ-তে ভর্তি ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
রবিবার রাতে হঠাৎই তাঁর (Zakir Hussain) মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল সংবাদ মাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু পরিবারের তরফে জানানো হয়, শিল্পী বেঁচে রয়েছেন, তবে অবস্থা সঙ্কটজনক। এরপর সোমবার ভোরে পরিবারের তরফেই শিল্পীর প্রয়াণের খবর জানানো হয়।
Tabla maestro Ustad Zakir Hussain dies at 73
সূত্রের খবর, ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিসের জটিলতার কারণে প্রয়াত হন জাকির হুসেন (Zakir Hussain)৷ গত দু’সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন৷ পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। রক্তচাপের সমস্যা ছিল বলেও জানা যায়।
Tabla maestro Ustad Zakir Hussain dies at 73
আরও পড়ুন : Zakir Hussain: জাকির হুসেনের মৃত্যুর খবরে ধোঁয়াশা! ‘শিল্পী বেঁচে আছেন’, দাবি আত্মীয়ের
উল্লেখ্য, ১৯৫১ সালে মুম্বইয়ে জন্মগ্রহণ করেন জাকির হুসেন। মাত্র তিন বছর বয়স থেকে তাঁর তবলার সফর শুরু। সাত বছর বয়সে তিনি মঞ্চে একক অনুষ্ঠান করেন।
Tabla maestro Ustad Zakir Hussain dies at 73
পদ্মবিভূষণ থেকে শুরু করে পদ্মভূষণ ও পদ্মশ্রী, গ্র্যামি অগণিত পুরস্কারে পরিপূর্ণ ছিল তাঁর (Zakir Hussain) ঝুলি। তাঁর প্রয়াণে শোকস্তদ্ধ সঙ্গীত জগত থেকে শুরু করে রাজনৈতিক ও অভিনয় জগতেও শোকের ছায়া। শোকপ্রকাশ করেন কমল হাসান থেকে শুরু করে রণভীর সিং, রীতেশ দেশমুখ সহ আরও অনেকে।
Get Current Updates on, India News, India News sports, India News Health along with India News Entertainment, and Headlines from India and around the world.