Jimmy Carter, Former U.S. President, dies at 100
১০০ বছর বয়সে প্রয়াত হলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টার। ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট পদে ছিলেন তিনি (Jimmy Carter)। জিতেছিলেন নোবেল শান্তি পুরস্কার। গত অক্টোবর মাসে নিজের শততম জন্মদিন পালন করেছিলেন জিমি। রবিবার জর্জিয়ার বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা যায়।
প্রসঙ্গত, ২০১৫ সালে জিমি কার্টারের (Jimmy Carter) ব্রেন ক্যান্সার ধরা পড়ে। তবে তিনি হার মানেননি। ক্যান্সারের সঙ্গে টানা ন’বছর লড়াই করে যান তিনি।
আরও পড়ুন: Jay Bhattacharya: আমেরিকার স্বাস্থ্যরক্ষায় কলকাতার ছেলে জয় ভট্টাচার্য
রবিবার তাঁর (Jimmy Carter) মৃত্যুতে শোকপ্রকাশ করেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘৬ দশক ধরে জিমি কার্টারকে বন্ধু বলে ডাকার সৌভাগ্য হয়েছে জিল ও আমার। তবে জিমির কৃতিত্ব এটাই যে যারা কখনও তাঁর সঙ্গে দেখা করেননি আমেরিকার এমন কয়েক লক্ষ মানুষ জিমিকে তাঁদের বন্ধু বলে মনে করেন।’
এদিকে জিমির (Jimmy Carter) পুত্র চিপ কার্টার একটি বিবৃতিতে বলেন, ‘শুধু আমার কাছেই নয়, শান্তি, মানবিকতা এবং নিঃস্বার্থ ভালবাসায় যাঁরা বিশ্বাস রাখেন, তাঁদের সকলের কাছেই আমার বাবা ছিলেন হিরো।’
Get Current Updates on, India News, India News sports, India News Health along with India News Entertainment, and Headlines from India and around the world.