Ukraine Launches 9/11 Like Attack in Russia Today (File Image)
ইউক্রেন-রাশিয়ার সংঘর্ষ থামার কোনও নামই নেই! আর এরই মধ্যে রাশিয়াতে হামলা করল কিভ। 9/11’র কায়দায় রাশিয়াতে ‘হামলা’ করল ইউক্রেন। রাশিয়ার সারাটোভ এলাকায় একটি বিল্ডিংয়ে ড্রোন হামলা করে ইউক্রেন।
সূত্রের খবর, বিগত কয়েকদিন ধরে রাশিয়ায় একটানা ড্রোন ‘হামলা’ করে চলেছে ইউক্রেন। রাশিয়ায় ৩৮তলার সবথেকে উঁচু Volga Sky বিল্ডিংয়ে 9/11’র কায়দায় ড্রোন ‘হামলা’ করে ইউক্রেন।
আরও পড়ুন : Nepal : নেপালের নদীতে পড়ল ভারতের বাস, মৃত ১১
জানা গিয়েছে, এই ‘হামলা’য় Volga Sky বিল্ডিংয়ের কাচ ভেঙে পড়ে। নিচে দাঁড়িয়ে থাকা প্রায় ২০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। মস্কোর দক্ষিণ-পূর্বে এলাকার গভর্ণর জানান, সারাটোভের ২টি প্রধান শহরে সোমবার ইউক্রেন ড্রোন হামলা করে। একটি ঘর ভেঙে পড়ে এবং এক মহিলা সহ দু’জন আহত হয়।
রিজিওনাল গভর্নর Roman Basurgin বলেন, “একজন মহিলাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে, ডাক্তাররা তার জীবন বাঁচানোর জন্য লড়াই করছে।” সংবাদ মাধ্যম সূত্রের খবর, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক সারাটোভ এলাকায় প্রায় ৯-এর বেশি ড্রোন ধ্বংস করেছে।
Get Current Updates on, India News, India News sports, India News Health along with India News Entertainment, and Headlines from India and around the world.